
নেইমার জুনিয়র। ছবি সংগৃহীত
২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শেষ দুটি ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে ব্রাজিল। দুই ম্যাচের জন্য গত ২৫ আগস্ট ২৫ জনের স্কোয়াড ঘোষণা করেন কোচ কার্লো আনচেলত্তি। তবে দলে জায়গা পাননি তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। সে সময় নেইমারের দলে না থাকার কারণ হিসেবে ইনজুরির কথা জানিয়েছিলেন কোচ।
চোটের কারণে দল থেকে নেইমারের বাদ পড়া নিয়ে ওই সময় বিশেষ কোনো আলোচনা না হলেও হয়নি। কিন্তু বাদ পড়া নিয়ে নেইমারের নতুন একটি মন্তব্য ঘিরে নতুন করে আলোজনা-সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। স্বদেশি ক্লাব সান্তোসে খেলা এ ফরোয়ার্ড জানিয়েছেন, বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ঘোষিত ব্রাজিল দলে তার না থাকার কারণ চোট নয়!
এর আগে নেইমারকে দলে না রাখার ব্যাখ্যায় কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন, নেইমার ছোটখাটো চোটে পড়েছে। তাকে মূল্যায়নের প্রয়োজন নেই। আমরা সবাই জানি নেইমার কে এবং কী করতে পারে। সেজন্য আমাদের তাকে সেরা অবস্থায় পেতে হবে।
আরওপড়ুন<<>>তানজিদের ফিফটিতে নেদারল্যান্ডসকে উড়িয়ে সিরিজ বাংলাদেশের
কিন্তু সোমবার (০১ সেপ্টেম্বর) ফ্লুমিনেন্সের বিপক্ষে সান্তোসের হয়ে ৯০ মিনিট খেলার পর ভিন্ন ব্যাখ্যা দিলেন নেইমার। ম্যাচ শেষে তিনি বলেছেন, অ্যাডাক্টরে কিছুটা ফোলা আর অস্বস্তি ছিল। তবে সেটা গুরুতর কিছু নয়, এর প্রমাণ হলো আজ আমি খেলেছি। যদিও গত ২৪ আগস্ট বাহিয়ার বিপক্ষে খেলার সুযোগ ছিল না। তাই কয়েকটা অনুশীলন বাদ দিয়ে আমাকে বিশ্রাম দেয়া হয়েছিল।
এরপর জাতীয় দলে নিজের সুযোগ না পাওয়া নিয়ে ৩৩ বছর বয়সী এ ফরোয়ার্ড বলেন, চোটের জন্য নয়, আমাকে বাদ দেয়ার কারণ ছিল সম্পূর্ণ টেকনিক্যাল। এটা কোচের সিদ্ধান্ত, আর আমি তা সম্মান করি। যেহেতু আমি এখন দলে নেই, বাইরে বসে দলকে সমর্থন করতে হবে।
ঘরের মাঠে আগামী ০৫ সেপ্টেম্বর চিলির মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১০ সেপ্টেম্বর বলিভিয়ার মাঠে খেলতে যাবে সেলেসাওরা। বিশ্বকাপ বাছাইয়ে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ব্রাজিল।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।