Apan Desh | আপন দেশ

নেইমারকে ছাড়াই ব্রাজিল দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৩:১৬, ২৬ আগস্ট ২০২৫

আপডেট: ১৩:১৯, ২৬ আগস্ট ২০২৫

নেইমারকে ছাড়াই ব্রাজিল দল ঘোষণা

নেইমার জুনিয়র। ছবি সংগৃহীত

ক্রমশই ২০২৬ সালের বিশ্বকাপ খেলার সম্ভবনা ফিঁকে হচ্ছে নেইমার জুনিয়রের। ৩৩ বছর বয়সি এ তারকাকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। শুধু নেইমারই নয়, বাদ পেড়েছেন দলের আরেক গুরুত্বপূর্ণ খেলোয়ার ভিনিসিয়ুস জুনিয়র।

আগামী সপ্তাহে ব্রাজিল বিশ্বকাপ বাছাইয়ে চিলি এবং বলিভিয়ার বিপক্ষে খেলবে। এ দুই ম্যাচের জন্য ২৫ সদস্যের দল বেছে নিয়েছেন আনচেলত্তি।

চোটের কারণে প্রায় দুই বছর ধরে জাতীয় দলের বাইরে আছেন নেইমার। সাম্প্রতিক সময়ে সান্তোসের হয়ে খেলতে নামলেও জাতীয় দল ঘোষণার আগমুহূর্তে এসে উরুর চোটে পড়েছেন নেইমার।

এ স্কোয়াডে রয়েছে, তারুণ্য ও অভিজ্ঞতার দারুণ মিশেল। এবারের দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ বেশকিছু তারকা ফুটবলার। বাদ পড়েছেন, নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো।

আরওপড়ুন<<>>বোলিং করতে না দেয়ায় অধিনায়ককে গুলি করে হত্যা!

আলিসন, ক্যাসেমিরো, মারকুইনোসরা যথারীতি দলে জায়গা ধরে রেখেছেন। এছাড়া চেলসির কিশোর প্রতিভা এস্তেভাও এবং লুকাস পাকুয়েতাকেও ডেকেছেন কোচ আনচেলত্তি।

ব্রাজিল স্কোয়াড

গোলরক্ষক: আলিসন (লিভারপুল), বেন্তো (আল-নাসর), হুগো সাউজা (করিন্থিয়ান্স)

রক্ষণভাগ: আলেক্সসান্দ্রো রিবেইরো (লিল), অ্যালেক্স সান্দ্রো (ফ্ল্যামেঙ্গো), কাইও হেনরিক (মোনাকো), ডগলাস সান্টোস (জেনিত), ফ্যাব্রিজিও ব্রুনো (ক্রুজেইরো), গ্যাব্রিয়েল মাগালহায়েস (আর্সেনাল), মারকুইনোস (পিএসজি), ভেন্দারসন (মোনাকো), ওয়েসলি (রোমা)

মধ্যমাঠ: আন্দ্রে সান্তোস (চেলসি), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল), ক্যাসেমিরো (ম্যানইউ), জোয়েলিনটন (নিউক্যাসল), লুকাস পাকুয়েতা (ওয়েস্ট হ্যাম)

আক্রমণভাগ: এস্তেভাও (চেলসি), গ্যাব্রিয়েল মার্টিনেল্লি (আর্সেনাল), জোয়াও পেদ্রো (চেলসি), কাইও জর্জ (ক্রুজেইরো), লুইস হেনরিক (জেনিত), ম্যাথেউস কুনহা (ম্যানইউ), রাফিনহা (বার্সেলোনা), রিচার্লিসন (টটেনহ্যাম)।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়