
ছবি: বাফুফে
ভিয়েতনামে এএফসি অনুর্ধ্ব-২৩ টুর্নামেন্টের বাছাইয়ের আগে বাহরাইনে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। সেখানে স্বাগতিক দলের বিপক্ষে এরইমধ্যে একটি ম্যাচ খেলেছে লাল সবুজের যুবারা। শুক্রবার (২২ আগস্ট) একই প্রতিপক্ষের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে সাইফুল বারীর শিষ্যরা। এ ম্যাচে মূল একাদশে ফিরছেন শেখ মোরসালিন।
এদিন বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে গড়াবে ম্যাচটি। ফিফা স্বীকৃতি পেলেও দুই দলই ম্যাচটি ক্লোজড ডোর হিসেবে খেলছে। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলে জায়ান ও তানিল সালিক নামে দুই জন প্রবাসী ফুটবলার রয়েছেন। জায়ান আহমেদ প্রথম ম্যাচে একাদশেই ছিলেন।
আরও পড়ুন<<>>বিসিবি নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেন মাহবুব আনাম
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ আরো ভালো খেলবে সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি, আমরা দ্বিতীয় ম্যাচে আরো ভালো খেলব। আগের ভুল শুধরে ট্যাকটিস নিয়ে কাজ হয়েছে। আমরা অনেক কষ্ট করছি। আশা করছি বাহরাইন থেকে ভালো ফলাফল নিয়ে আমরা ভিয়েতনাম যাব। দ্বিতীয় ম্যাচে আমরা জিততে চাই।
বাফুফে বাহরাইন থেকে দুই দিন আমেরিকান প্রবাসী ফুটবলার জায়ান আহমেদের প্রতিক্রিয়া প্রেরণ করেছে। ইংল্যান্ড থেকে আসা তানিল সালিকেরও অভিষেক হয়েছে গত ম্যাচে। তানিল সালিকের কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া বাফুফে মিডিয়ায় কিংবা সামাজিক মাধ্যমে প্রকাশ করেনি।
জাতীয় দলের ফরোয়ার্ড আল আমিনের বয়স ২৩ এর মধ্যে থাকায় তিনিও আছেন বাহরাইন। প্রথম ম্যাচে বাংলাদেশ শেখ মোরসালিনকে পায়নি। দ্বিতীয় ম্যাচে তিনি ফিরছেন এজন্য খানিকটা আশাবাদী আল আমিন, দ্বিতীয় ম্যাচে মোরসালিন ফিরছে এটা আমাদের জন্য ভালো। বাহরাইনের মাধ্যমে আমাদের ভিয়েতনামের প্রস্তুতি ভালোই হয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।