Apan Desh | আপন দেশ

উদ্বোধনের পরদিনই মওলানা ভাসানী সেতুর ল্যাম্পপোস্টের ক্যাবল চুরি

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৬, ২২ আগস্ট ২০২৫

উদ্বোধনের পরদিনই মওলানা ভাসানী সেতুর ল্যাম্পপোস্টের ক্যাবল চুরি

ছবি: আপন দেশ

তিস্তা নদীর ওপর নির্মিত বহুল প্রতীক্ষিত গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের স্বপ্নের ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধনের মাত্র একদিন পরই সেতুর ল্যাম্পপোস্টের তার চুরি হয়েছে। এতে অন্ধকারে ছিল সেতুর এলাকা।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জল চৌধুরী।

তিনি বলেন, উদ্বোধনের পর দিনই সেতুর ল্যামাপ পোস্টের ৩শ’ ১০ মিটার তার রাতেই চুরি হয়ে যায়। এর মূল্য প্রায় ৫ লাখ টাকা। দুই-তিন দিনের মধ্যে আবার সংযোগ ঠিক হয়ে যাবে। পাশাপাশি সেতুতে সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা দেয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

স্থানীয়দের দাবি, দ্রুততম সময়ের মধ্যে ল্যাম্পপোস্টে নতুন বিদ্যুৎ সংযোগ দিয়ে সেতুটি আবার আলোকিত করা হোক। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের চুরি বা নাশকতার ঘটনা রোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে।

আরওপড়ুন<<>>‘খুব শিগগিরই ঢাকা-ইসলামাবাদ ফ্লাইট চালু হবে’

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, কর্তৃপক্ষের চুরি সংক্রান্ত অভিযোগ পেলে গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। দুর্বৃত্তদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সেতুর শৃঙ্খলা রক্ষায় আজ থেকেই পুলিশ সদস্য রাখার ব্যবস্থা করা হচ্ছে। শিগগিরই একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে এবং স্থায়ী ক্যাম্পের জন্যও আবেদন করা হয়েছে। আশা করা হচ্ছে, এক মাসের মধ্যেই অনুমোদন মিলবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, বুধবার (২০ আগস্ট) দুপুরে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ‘মাওলানা ভাসানী সেতু’ উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উদ্বোধনের পর থেকেই প্রতিদিন হাজারো মানুষ সেতুটি দেখতে ভিড় করছেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়