
তামিম ইকবাল। ফাইল ছবি
দীর্ঘ পাঁচ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল। হার্ট অ্যাটাক থেকে সেরে উঠে তিনি ফিরছেন আসন্ন এনসিএল টি-টোয়েন্টি দিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির প্রধান আকরাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৪ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের একটি ম্যাচ খেলার সময় তামিম হৃদরোগে আক্রান্ত হন। এরপর থেকে তিনি মাঠের বাইরে ছিলেন। তবে এবার তিনি চট্টগ্রামের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন।
আরও পড়ুন>>>ফিফা র্যাংকিংয়ে ২৪ ধাপ উন্নতি বাংলাদেশের
শুধু তামিম নন, এ টুর্নামেন্টে আরও দুই অভিজ্ঞ ক্রিকেটারকে দেখা যাবে। মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদও খেলবেন বলে আশা করা হচ্ছে। আকরাম খান বলেন, তামিমের সঙ্গে কথা হয়েছে, সে খেলবে। মুশফিক সম্ভবত সিলেটের হয়ে খেলতে চায়। রিয়াদ এখনও কিছু জানায়নি, তবে সম্ভবত সেও খেলবে।
আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে এনসিএল টি-টোয়েন্টির এ সংক্ষিপ্ত সংস্করণ। খেলা হবে তিনটি ভেন্যুতে—রাজশাহী, সিলেট ও বগুড়া। প্রথমে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে ভাবা হয়েছিল। কিন্তু সেখানকার উইকেটের মান নিয়ে অনিশ্চয়তার কারণে তা বাতিল করা হয়েছে।
খেলোয়াড়দের ম্যাচ ফিও বাড়ানো হয়েছে। এখন একজন ক্রিকেটার প্রতি ম্যাচে ৪০ হাজার টাকা পাবেন। আগে এইফি ছিল ২৫ হাজার টাকা। এ টুর্নামেন্টের মধ্য দিয়ে দেশের ক্রিকেট তার বড় তারকাদের ফিরে পাচ্ছে। ভক্তরা তাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের প্রিয় ক্রিকেটারদের মাঠে দেখতে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।