Apan Desh | আপন দেশ

থাইল্যান্ড থেকে কোচ আনছে টেবিল টেনিস

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৬, ৩ আগস্ট ২০২৫

আপডেট: ১৪:৪৬, ৩ আগস্ট ২০২৫

থাইল্যান্ড থেকে কোচ আনছে টেবিল টেনিস

ছবি : আপন দেশ

চলতি বছরের অক্টোবরে বাহরাইনে এশিয়ান যুব গেমস, নভেম্বরে সৌদি আরবে ইসলামিক সলেডেরাটি গেমস এবং জানুয়ারিতে পাকিস্তানে এস এ গেমস। এ তিন ক্রীড়াযজ্ঞ সামনে রেখে উন্নত প্রশিক্ষণ নিশ্চিত করতে থাইল্যান্ড থেকে কোচ অনছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন।

রোববার (০৩ আগস্ট) থাইল্যান্ডের কোচ প্যাটারাথ্রোর্ন পাসারার সঙ্গে ২ মাসের চুক্তি করেছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। পারফরম্যান্স সন্তোষজনক হলে ভবিষ্যতে তার চুক্তির মেয়াদ বাড়তে পারে।

২৫ বছর বয়সী এ থাই কোচের আন্তর্জাতিক টেবিল টেনিস ক্যারিয়ার খুব দীর্ঘ নয়। ২০২২ সালের এপ্রিলে তার ওয়ার্ল্ড র‌্যাংকিং ৩১৪ নম্বরে ছিল। তখন তিনি সাউথইস্ট এশিয়ান চ্যাম্পিয়ানশিপে পুরুষ দলের হয়ে স্বর্ণপদক অর্জন করেন। এছাড়া ২০২৪ সালের চিং মি সার্কিট কিংস কাপে তিনি যথাক্রমে স্বর্ণ ও রৌপ্যপদক লাভ করেন। বর্তমানে তিনি ডব্লিউটিটি বা আইটিটিএফ এর বিশ্ব ট্যাবিল টেনিসের র‌্যাংকিং এ সক্রিয় নন। 

আরও পড়ুন<<>> রুদ্ধশ্বাস ফাইনালে টানা পঞ্চম শিরোপা জয় ব্রাজিলের

ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ. এম. মাকসুদ আহমেদ জানান, থাই কোচ আনার পাশাপাশি আমাদের ইচ্ছা আছে বিদেশ থেকে সহকারী কোচ বা প্যাকটিস পার্টনার আনার ব্যাপারে। এছাড়া আমরাদের প্রশিক্ষণার্থীদের দেশের বাইরের একাডেমিতে দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণের জন্য পাঠানোর ইচ্ছা রয়েছে। 

তিনি আরো জানান, এ মুহুর্তে আমাদের ক্যাপে অনুর্ধ্ব ১৭ বালক ও বালিকাদের ৮ জনের একটি টিম রয়েছে। এছাড়া পুরুষ ও মহিলা সিনিয়র দলের প্রায় ১৬ জন করে ৩২ জন জন ক্যাম্পে রয়েছে। আগামী ৮ আগস্ট  বাছাইয়ের মাধ্যমে সিনিয়র টিমের সদস্য সংখ্যা ২০ জনে নামিয়ে আনা হবে। তবে থাই কোচের কাছে সম্ভাবনায় সিলেক্টেড কিছু খেলোয়াড়দের আগে দেয়া হবে। আমাদের স্থানীয় কোচদের অধীনে বাকিরা প্রশিক্ষণ নেবেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়