
পাকিস্তানে বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের খেলোয়াড়রা
টি-টোয়েন্টি ফরম্যাট চালু হওয়ার পর থেকেই ধুকছিল বাংলাদেশ। কোনো ভাবেই মাথা তুলে দাঁড়াতে পারছিল না লাল সবুজের প্রতিনিধিরা। তবে শ্রীলঙ্কায় ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে নতুন বাংলাদেশের দেখা মিলেছে। প্রথমবার লঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে টাইগাররা। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষেও জয়ের সে ধারা অব্যাহত রেখেছে লিটন দাসের দল।
পাকিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে এরইমধ্যে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এবার স্বাগতিকদের লক্ষ্য প্রতিশোধ নেয়া। চলতি বছর পাকিস্তান সফরে গিয়ে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। দুই মাসের ব্যবধানে বাংলাদেশের সামনে সে বদলা নেয়ার সুযোগ। সে লক্ষ্য সামনে রেখে বৃহস্পতিবার (২৪ জুলাই) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা। খেলাটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টেলিভিশন।
মিরপুরে প্রথম দুই ম্যাচই হয়েছে লো-স্কোরিং। দুটি ম্যাচেই বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলেছে। বিশেষ করে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পাকিস্তানি ব্যাটাররা সেভাবে দাঁড়াতেই পারেনি। এদিনও তেমন কিছু হবে আশা ক্রিকেট ভক্তদের। ব্যাটিংয়ে বাংলাদশে দ্বিতীয় ম্যাচে প্রত্যাশা মতো পারফর্ম করতে পারেনি। তারপরও তাওহীদ হৃদয় ও জাকের আলীর দায়িত্বশীল ভূমিকাতে মোটামুটি সংগ্রহ দাঁড় করানো গেছে। তৃতীয় ম্যাচটি বেশ কঠিন হবে। সফরকারী পাকিস্তান যে কোন মূল্যেই হোয়াইটওয়াশ এড়াতে চায়। কিন্তু আগের পরিকল্পনাতেই পাকিস্তানকে বধ করতে চাইবে স্বাগতিক দল।
বলা যায় হুট করেই কুড়ি ওভারের ক্রিকেটে বাংলাদেশ দারুণ নৈপুণ্য দেখিয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের আগে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে দুটি সিরিজ হেরেছে। লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচ হেরে টানা ৬ পরাজয়ের স্বাদ নিতে হয়েছে। এরপরই মূলত ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে তাদের মাটিতে সিরিজে হারানোর গৌরব অর্জন করেছে লিটন দাসরা। এরপর পাকিস্তনের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে চার ম্যাচ অপরাজিত বাংলাদেশ।
এবার সামনে আরও একটি ম্যাচ। বাংলাদেশের জন্য যা প্রতিশোধের। অন্যদিকে ,পাকিস্তানের লক্ষ্য নিশ্চিত ভাবেই হোয়াইটওয়াশ এড়ানো। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি এখন ঢাকায়। তিনি ঢাকায় এসেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় অংশ নিতে। সভা শেষে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি দেখবেন তিনি। পিসিবি সভাপতির উপস্থিতিতে সালমান আগারা ঘুরে দাঁড়াতে পারবেন কিনা সেটাই দেখার!
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।