Apan Desh | আপন দেশ

ফের মেসির জোড়া গোল, জয়ে ফিরল মায়ামি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০:১৩, ২০ জুলাই ২০২৫

আপডেট: ১১:১৯, ২০ জুলাই ২০২৫

ফের মেসির জোড়া গোল, জয়ে ফিরল মায়ামি

ছবি: সংগৃহীত

চানা পাঁচ ম্যাচে জোড়া গোল করে রেকর্ড গড়েছিলেন লিওনেল মেসি। তবে পরের ম্যাচে গোলহীন ছিলেন আর্জেন্টাইন মহা তারকা। সে ম্যাচে তার ক্লাব ইন্টার মায়ামিও জয়ের দেখা পায়নি। এক ম্যাচ বাদে ফের জোড়া গোলের স্বাদ পেয়েছেন মেসি। তাতে দলও পেয়েছে বড় জয়। 

রোববার (২০ জুলাই) ভোরে প্রতিপক্ষের মাঠ স্পোর্টস ইলাস্ট্রেটেড স্টেডিয়ামে নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে ৫-১ ব্যবধানের বড় জয়ে ফের ছন্দে ফিরেছে লিওনেল মেসিদের ক্লাব। এ ম্যাচেও জোড়া গোল করেছেন মেসি। সঙ্গে দুটি অ্যাসিস্টও আছে আর্জেন্টাইন সুপারস্টারের। এ নিয়ে সর্বশেষ ৭ ম্যাচের ৬টিতেই একাধিক গোল করলেন আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা।

অন্যদিকে নিউ ইয়র্ক ঘরের মাঠে টানা জয়ের সুযোগ হারালো এবং চলতি মৌসুমেই দ্বিতীয়বার মিয়ামির কাছে হেরে বসলো।

এদিন ম্যাচের শুরুতেই মিয়ামির সমর্থকদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছিল নিউ ইয়র্ক। ম্যাচের ১৫ মিনিটে গোল করে লিড নিয়েছিল তারা। তখন মিয়ামির সমর্থকরা ভেবেছিলেন, হয়তো কোনো অঘটন ঘটতে যাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত মেসির নেতৃত্বে সকল ভয় ও অনিশ্চয়তাকে তাড়িয়ে দিয়ে বড় জয়ই তুলে নিয়েছে মিয়ামি।

২৪ মিনিটে মেসির একটি দুর্দান্ত ক্রস থেকে গোল করে মিয়ামিকে সমতায় ফেরান জর্দি আলবা। এটি স্প্যানিশ তারকার মৌসুমের প্রথম গোল। ২৭ মিনিটে মিয়ামি ২-১ ব্যবধানে এগিয়ে যায়। লুইস সুয়ারেজ বল বাড়ান মেসির দিকে। মেসি তা দ্রুত পাঠিয়ে দেন আলবার দিকে, আর আলবা সেটি পাস দেন সেগোভিয়াকে, যিনি সহজেই বল জালে পাঠান।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে নিউ ইয়র্কের বক্সে বল নিয়ে ঢোকেন রেডন্ডো, কিন্তু শট নিতে পারেননি। তবে সেগোভিয়া দ্রুত বল দখল করে রিবাউন্ড থেকে জোরালো শটে বল জালে পাঠিয়ে দেন, যা ছিল দলের তৃতীয় গোল। এরপর ৬০ ও ৭৫ মিনিটে দুটি গোল করেন মেসি এবং বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন।

এ দুই গোলের মাধ্যমে এমএলএসে মেসির গোলসংখ্যা বেড়ে দাঁড়ায় ১৮টিতে। আর মোট ২৭টি গোলের সঙ্গে সরাসরি জড়িত হন ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন তারকা। নিউ ইয়র্ক পুরো ম্যাচে মোট ৯টি শট নিলেও অন টার্গেট শট ছিল মাত্র ১টি। বিপরীতে মিয়ামি অন টার্গেট শট নিয়েছে ৮টি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা