
অনূর্ধ্ব-১৮ নারী হকির এশিয়া কাপে পদক জিতে বাংলাদেশের মেয়েদের উল্লাস
প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৮ নারী হকির এশিয়া কাপে অংশ নিয়েই পদক জিতেছে বাংলাদেশ নারী হকি দল। কাজাখাস্তানকে হারিয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেছে নারী হকি দল।
রোববার (১৩ জুলাই) চীনের দাজহুতে আইরিন আক্তারের হ্যাটট্রিকে কাজাখাস্তানকে ৬-২ গোলে হারিয়ে এই পদক অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা। হ্যাটট্রিক করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন আইরিন আক্তার।
সুযোগ ছিল ছেলেদের সামনেও পদক জেতার। কিন্তু তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার সামনে সুবিধা করতে না পারায় ম্যাচ হারতে হয়েছে ৫-২ ব্যবধানে বাংলাদেশ পুরুষ হকি দল।
ব্রোঞ্জ পদক জিতলেও মেয়েদের শুরুটা মোটেও ভালো ছিল না। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জাপানের কাছে ১১-০ ব্যবধানে বিধ্বস্ত হয়ে আসর শুরু করে বাংলাদেশ নারী হকি দল।
দ্বিতীয় ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়ায় উজবেকিস্তানকে ৩-০ ব্যবধানে। একই ব্যবধানে হংকংকে হারিয়ে শেষ চারে নিজেদের জায়গা নিশ্চিত করে। সেমিতে চীনের কাছে ৯-০ ব্যবধান পরাজিত হয় বাংলাদেশের মেয়েরা। এরপর কাজাখস্তানের সঙ্গে ২-২ ড্র করে বাংলাদেশ। যে কারণে আজ তৃতীয় হওয়ার লড়াইয়ে নামতে হয়েছে তাদের।
যে কাজাখস্তানের বিপক্ষে ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছিল, এদিন তাদের ৬ গোল দিয়ে ব্রোঞ্জ পদক জিতল মেয়েরা। ম্যাচের মাত্র ৯ মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। পরে ১২ মিনিটে দলকে সমতায় ফেরান আইরিন। তিনিই ১৮ ও ২০ মিনিটের মধ্যে আরও দুই গোল করে স্কোরলাইন ৩-১ করে বাংলাদেশ।
অধিনায়ক শারিকা রিমন ৩৫ মিনিটে দলের হয়ে চতুর্থ গোল করেন। বাকি দুই গোল আসে কণা আক্তার ও রিয়াশা রিশির দ্বারা। ৫৯ মিনিটে কাজাখস্তান এক গোল শোধ করলেও সেটি শুধুই ব্যবধান কমিয়েছে।
আসরজুড়ে ২৪ গোল হজমের বিপরীতে করেছে ১৪টি। যার মধ্যে সর্বোচ্চ ৫ গোল করেছেন আইরিন। দ্বিতীয় সর্বোচ্চ ৪ গোল করেন কণা আক্তার।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।