Apan Desh | আপন দেশ

ইন্দোনেশিয়ার পর জর্ডানকেও রুখে দিলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১০:০৬, ৪ জুন ২০২৫

ইন্দোনেশিয়ার পর জর্ডানকেও রুখে দিলো বাংলাদেশ

ছবি : বাফুফে

জর্ডান সফরে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে চলেছে বাংলাদেশের মেয়েরা। দুইবার পিছিয়ে পড়েও স্বাগতিকদের জিততে দেয়নি পিটার জস বাটলারের শিষ্যরা। মাঠ ছেড়েছে জয়ের সমান ২-২ গোলের ড্র নিয়ে। ত্রিদেশীয় প্রীতি টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকেও গোলশূন্য ড্রয়ে বাধ্য করেছিল আফঈদা খন্দকার।

বাংলাদেশের মেয়েদের (১৩৩) চেয়ে র‍্যাংকিংয়ে ৫৯ ধাপ এগিয়ে জর্ডান। তার ওপর খেলতে নেমেছে ঘরের মাঠে৷ মঙ্গলবার (০৩ জুন) রাতেক আম্মানের কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে বাংলাদেশও লড়াই করেছে চোখে চোখ রেখে৷

তবে ম্যাচের পঞ্চম মিনিটে জর্ডান অধিনায়ক মায়শা জেবারার গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। প্রথমাধ্যের শেষ মুহুর্তে বাংলাদেশকে সমতায় ফেরান শামসুন্নাহার জুনিয়র। ৪৩ মিনিটে জর্ডানের জাল কাঁপান তিনি।

দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে স্বাগতিকরা ফের এগিয়ে যায় বানা বিতার গোলে। তাতে জয়ের পথেই ছিল র‍্যাংকিংয়ে ৭৪ নম্বরে থাকা দলটি। কিন্তু শেষ মুহূর্তে তাদের হতাশ করেন শাহেদা আক্তার রিপা। ৮২ মিনিটে তার গোলের সুবাদেই জর্ডান সফর থেকে কোনো ম্যাচ না হেরে দেশে ফিরছে নারী দল।

মূলত এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে টুর্নামেন্টটি খেলেছিল বাংলাদেশ। ২৯ জুন শুরু হবে এশিয়ান কাপের বাছাই। বাংলাদেশের প্রতিপক্ষ মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা