
হামজা দেওয়ান চৌধুরী
হামজা দেওয়ান চৌধুরী এখন বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপন। আগামী জুনে রাজধানীর জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হতে চলেছে এ ইংলিশ প্রিমিয়ার লিগ তারকার। এ নিয়ে দেশের ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক সারা পড়েছে। চলছে টিকিট বিক্রি। তার আগে কঠিন পরীক্ষার সামনে শেফিল্ড ইউনাইটেডের এ ফুটবলার।
শনিবার (২৪ মে) রাত ৮টা ১ মিনিটে ওয়েম্বলিতে সান্ডারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন হামজা। এমনিতে ম্যাচটা চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে উত্তরণের। আর চ্যাম্পিয়নশিপ প্লে–অফের এ ফাইনালটাই ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি ম্যাচ! কারণ মোটা অঙ্কের টেলিভিশন চুক্তির জন্য এবার প্রিমিয়ারে খেলা মানে প্রায় ৩০০ মিলিয়ন ডলারের নিশ্চয়তা।
এ বছর চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে জায়গা করে নিয়েছে লিডস ইউনাইটেড ও বার্নলি। তৃতীয় জায়গাটির লড়াই শেফিল্ড ও সান্ডারল্যান্ডের।
বাংলাদেশের হামজা চৌধুরী খেলছেন শেফিল্ডে। লেস্টার থেকে ধারে এ ক্লাবে খেলছেন তিনি। লেস্টার এরই মধ্যে নেমে গেছে চ্যাম্পিয়নশিপে। শেফিল্ডও আজ হেরে গেলে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগ খেলা অনিশ্চিত হামজার। অবশ্য শেফিল্ড জিতলেও তাকে লেস্টার না ছাড়লে প্রিমিয়ার খেলা হবে না হামজার।
২০১৭ সালে অবনমিত হওয়ার পর সান্ডারল্যান্ড আর প্রিমিয়ার লিগে ফিরতে পারেনি। তারা সবমিলিয়ে প্রিমিয়ারে খেলেছে ১৫বার। শেফিল্ড সবশেষ প্রিমিয়ার লিগ খেলেছিল ২০২৩–২৪ মৌসুমে। তারা প্রিমিয়ারে খেলেছে ৬বার।
এবারের চ্যাম্পিয়নশিপে একটা সময় শীর্ষে থাকলেও শেষ দিকে টানা হারে তিন নম্বরে ছিটকে পড়ে শেফিল্ড। তাছাড়া ট্রান্সফারে টাকার তথ্য লুকানোয় পয়েন্টও কাটা গেছে তাদের। এজন্য খেলতে হয় প্লে-অফে। এবার প্রিমিয়ারে ফিরতে পারলে নতুন টিভি স্বত্ত্বের জন্য তাদের ২৯৫ মিলিয়ন ডলার বা প্রায় ৩০০ মিলিয়ন ডলার পাওয়া নিশ্চিত বলে জানিয়েছে সিবিএস স্পোর্টস।
প্লে-অফ সেমিফাইনালে শেফিল্ড হারিয়েছিল ব্রিস্টল সিটিকে। আর সান্ডারল্যান্ড হারায় কভেন্ট্রি সিটিকে। দুই লেগেই হামজারা জিতেছিল ৩-০ ব্যবধানে যা প্লে-অফ সেমিফাইনালের রেকর্ড। আবার ৯০-এর বেশি পয়েন্ট পেয়েও শেফিল্ডের সরাসরি প্রিমিয়ারে খেলতে না পারাটাও রেকর্ড। এর আগে এমন দুর্ভাগ্য হয়েছিল কেবল দুটি দলের। একটি সান্ডারল্যান্ডের ১৯৯৭-৯৮ মৌসুমে আরেকটি লিডসের গত মৌসুমে।
এবারের চ্যাম্পিয়নশিপে সান্ডারল্যান্ডের চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে ছিল শেফিল্ড। আজকের ফাইনালে যা আত্মবিশ্বাস বাড়াবে হামজাদের।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।