Apan Desh | আপন দেশ

নারী ক্রিকেট দলকে যে সুখবর দিল আইসিসি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২২:১২, ১৪ মে ২০২৫

আপডেট: ২২:১৩, ১৪ মে ২০২৫

নারী ক্রিকেট দলকে যে সুখবর দিল আইসিসি

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে মাসের শুরুতে দুঃসংবাদ পেয়েছিল বাংলাদেশ নারী দল। বার্ষিক টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে নয় থেকে এক ধাপ পিছিয়ে দশে নেমে গিয়েছিল। তবে নিগার সুলতানার দল ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে পেল সুখবর। বার্ষিক হালনাগাদে এ সংস্করণে এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে তারা। এতেো দিন সাতে থাকা ওয়েস্ট ইন্ডিজ নেমে গেছে নয়ে।

বুধবার (১৪ মে) নারীদের বার্ষিক হালনাগাদকৃত ওয়ানডে র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে আট নম্বর থেকে এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে টাইগ্রেসরা। বাংলাদেশের মেয়েরা টপকে গেছে পাকিস্তানকে। বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৯ আর পাকিস্তানের ৭৮।

৫০ রেটিং পয়েন্ট নিয়ে দশম স্থানে আয়ারল্যান্ড। তবে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৬ স্থানে আসেনি কোনো পরিবর্তন। ১৬৭ রেটিং পয়েন্ট নিয়ে প্রথমে অস্ট্রেলিয়া। পরের পাঁচ স্থানে যথাক্রমে ইংল্যান্ড (১২৭), ভারত (১২১), নিউজিল্যান্ড (৯৬), দক্ষিণ আফ্রিকা (৯০) ও শ্রীলঙ্কা (৮২)।

আরওপড়ুন<<>>পিএসএলে দল পেলেন সাকিব

ওয়ানডের হালনাগাদে ২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত পারফরম্যান্সকে ৫০ ভাগ ও পরের বছরের (২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত) পারফরম্যান্সকে শতভাগ বিবেচনায় নেয়া হয়েছে।

৫০ ভাগ বিবেচনার ওই সময়টায় ১৭ ওয়ানডে খেলে কেবল তিনটিতে জিততে পারে বাংলাদেশ। ৯টিতে পায় হারের তেতো স্বাদ। তিনটিতে কোনো ফল আসেনি। আর টাই হওয়া দুই ম্যাচের একটিতে সুপার ওভার হয়, যেখানে ভারতকে হারায় বাংলাদেশ।

আর শতভাগ বিবেচনায় নেয়ার সময়টা অবশ্য ভালো কেটেছে বাংলাদেশের। গত এক বছরে ১১ ওয়ানডে খেলে সাতটিতে জয়ের স্বাদ পেয়েছে টাইগ্রেসরা। বাকি চারটিতে পরাজয়ের স্বাদ।

এদিকে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হেরে সে স্বপ্ন ভেস্তে গিয়েছিল জ্যোতিদের। অবশ্য বাছাইপর্বের বাঁধা পেরিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে টাইগ্রেসরা।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়