Apan Desh | আপন দেশ

পিএসএলে দল পেলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৭, ১৪ মে ২০২৫

আপডেট: ২২:১১, ১৪ মে ২০২৫

পিএসএলে দল পেলেন সাকিব

সাকিব আল হাসান। ফাইল ছবি

নিলামে নাম দিয়েও দল পাননি, সেই সাকিব আল হাসানকে এবার টুর্নামেন্টের মাঝপথে দলে ভেড়ালো লাহোর কালান্দার্স। এ দলে রিশাদ হোসেনও খেলেছেন, যদিও ভারত-পাকিস্তান সংঘাতে দেশে ফিরে এসেছেন তিনি।

দল পাওয়ার বিষয়টি সাকিব নিশ্চিত করেছেন। তার জন্য লাহোরের কত ব্যয় হচ্ছে, তা জানা যায়নি।

আক্রমণ পাল্টা আক্রমণের পর যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। ফলে দুই দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ দুটিও (আইপিএল ও পিএসএল) ফের শুরু হতে যাচ্ছে। ১৭ মে শুরু দুই লিগের খেলা। ৭ মে কোয়েটা ও ইসলামবাদের ম্যাচের পর বন্ধ হয়ে যাওয়া পিএসএল ফের মাঠে গড়াবে ১৭ মে। সাকিবের লাহোর কালান্দার্স পরের দিন খেলতে নামবে পেশোয়ার জালমির বিপক্ষে।

লাহোর পিএসএলের প্লেঅফের দৌড়ে ভালোভাবে টিকে আছে। ৯ ম্যাচ শেষে নামের পাশে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের চারে তারা। মোট চারটি দল উঠবে প্লেঅফে।

সাকিবের মতো আইপিএলের মাঝপথে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। পিএসএলের মতো আইপিএলও স্থগিত হয়ে যায়। ওই প্রতিযোগিতাও ১৭ মে থেকে ফের মাঠে গড়াবে, যার জন্য মোস্তাফিজকে দিল্লি ক্যাপিটালস দলে নিয়েছে।
 
বিরতির পর দিল্লি ক্যাপিটালস নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৮ মে, গুজরাট টাইটান্সের বিপক্ষে। কিন্তু মোস্তাফিজের হয়তো খেলা হবে না। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টি-২০ সিরিজ শুরু হবে ১৭ মে থেকে, দ্বিতীয়টি ১৯ মে। এই সিরিজকে সামনে রেখে টাইগার পেসার আজ সন্ধ্যা ৭টায় দেশ ছেড়েছেন। মোস্তাফিজ সঙ্গী হয়েছেন লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, শরিফুল ইসলাম ও তাওহীদ হৃদয়ের। আছেন কোচিং স্টাফের দুজন সদস্যও। সকালে দেশ ছেড়েছে ১৭ সদস্যের একটি বহর।
 
আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়