Apan Desh | আপন দেশ

সহজ জয়ে কোয়ার্টারে বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০:৫১, ১২ মার্চ ২০২৫

সহজ জয়ে কোয়ার্টারে বার্সেলোনা

ছবি: সংগৃহীত

দলীয় চিকিৎসকের মৃত্যুতে মুষড়ে পড়েছিল বার্সেলোনার খেলোয়াড়রা। তবে সে শোককে শক্তিতে রুপান্তর করে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে কাতালুনিয়ারা। বাংলাদেশ সময় মঙ্গলবার (১১ মার্চ) রাতে দ্বিতীয় লেগে বেনফিকাকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। দুই লেগ মিলে ব্যবধান ছিল ৪-১। 

এদিন ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। ১৭ বছর বয়সী লামিনে ইয়ামালের অ্যাসিস্টে জাল কাঁপান রাফিনহা। দুই মিনিট বাদে সমতা ফিরিয়ে ভিন্ন কিছুর ইঙ্গিত দেয়ার চেষ্টা করেছিল বেনফিকা। কিন্তু তাদের সামর্থ্য ছিল ওই টুকুই। তার পর তাদের আশাটুকু মিলিয়ে যায় ইয়ামালের বুদ্ধিদীপ্ত পারফরম্যান্সে। ২৭ মিনিটে ব্যবধান বাড়ান তিনি। 

৪২ মিনিটে রাফিনহার ক্লিনিক্যাল ফিনিশিংয়ে স্কোর হয়ে যায় ৩-১।  অবশ্য এ গোল নিয়ে সংশয়ও দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত রিভিউর পর বৈধতা পায় সেটা। তাতে এ মৌসুমে ১৬ গোলে অবদান থাকলো রাফিনহার। 

চ্যাম্পিয়ন্স লিগে বার্সার হয়ে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলে অবদান রাখার কীর্তিটা লিওনেল মেসির। ১৪ গোলের সঙ্গে অ্যাসিস্ট ৫টি! যা করেছিলেন ২০১১-১২ মৌসুমে। রাফিনহার গোল ১১টি, অ্যাসিস্ট ৫টি। 

বার্সেলোনার আধিপত্যের দিনে জয়ের ব্যবধান আরও বাড়তে পারতো। কিন্তু ফ্রেঙ্কি ডি ইয়ং দারুণ মুভের পরও লক্ষ্যে রাখতে পারেননি বল।  

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়