Apan Desh | আপন দেশ

জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়ছেন শান্ত

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৪:২৪, ২৬ অক্টোবর ২০২৪

আপডেট: ১৪:৩৪, ২৬ অক্টোবর ২০২৪

জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়ছেন শান্ত

নাজমুল হাসান শান্ত। ফাইল ছবি

তিন ফরম্যাটেই বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার ইচ্ছা পোষণ করেছেন নাজমুল হোসেন শান্ত। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর টাইগারদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা চিঠি দিয়ে জানিয়েছেন বিসিবিকে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের অধিনায়ক করা হয় নাজমুল শান্তকে। এ সময়ে তার নেতৃত্বে সাফল্যর চেয়ে ব্যর্থতার পাল্লাই বেশি ভারী। তবে তার চেয়ে বেশি দুশ্চিন্তার কারণ, অধিনায়ক হওয়ার পর থেকেই ব্যাট হাতে অধারাবাহিক শান্ত। যা নিয়ে প্রায়ই প্রশ্নের মুখে পড়ছে তার নেতৃত্ব। সমালোচিত হতে হচ্ছে বিসিবিকেও। যে কারণে চলমান দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ শেষেই নেতৃত্ব থেকে সরে যেতে চান এ ব্যাটার।

নেতৃত্ব ছেড়ে দেয়ার বিষয়টি এরইমধ্যে বোর্ডকে জানিয়েছেন শান্ত। তবে বোর্ডপ্রধান ফারুক আহমেদ বিদেশে থাকায় সে সিদ্ধান্ত এখন অনুমোদনের অপেক্ষায়। বিসিবি সভাপতি দেশে ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়