Apan Desh | আপন দেশ

মাশরাফীর নামে আরেক মামলা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৭, ৩০ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৮:৫৭, ৩০ সেপ্টেম্বর ২০২৪

মাশরাফীর নামে আরেক মামলা

ফাইল ছবি

মাশরাফী বিন মোর্ত্তজার নামে মামলা হয়েছে। সিলেট স্ট্রাইকার্সের মালিকানা সরওয়ার চৌধুরীর কাছ থেকে জোর করে লিখে নেয়ার অভিযোগে এ মামলাটি করা হয়। 

সোমবার (৩০ সেপ্টেম্বর) বাদী হয়ে মামলাটি করেছেন ফ্র্যাঞ্চাইজিটির সাবেক মালিক সরওয়ার চৌধুরী।

রাজধানীর পল্লবী থানায় মামলাটি করা হয়েছে। প্রধান আসামি করা হয়েছে মাশরাফীকে।

মামলার এজহারে বলা হয়, জোরপূর্বক সরওয়ার চৌধুরীর কাছ থেকে সিলেট স্ট্রাইকার্সের মাদার প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা কেড়ে নেয়া হয়। মাশরাফীর কার্যালয়ে বসে হেলাল বিন ইউসুফ শুভ্র নামে সিলেট স্ট্রাইকার্সের সহ-মালিক সারোয়ার চৌধুরীর মাথায় রিভলবার ঠেকিয়ে ছিলো।

এজহারে আরও বলা হয়, রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানির এক কর্মকর্তা সারোয়ারকে জোর করে স্বাক্ষর নিতে শুরু করেন। এমনকি তার পাসপোর্টও জব্দ করা হয়। এসময় তিনি যেন কারও সঙ্গে বিষয়টি নিয়ে কোনো কথা না বলেন সে হুমকিও দেয় শুভ্র।

মামলাটিতে মাশরাফী ছাড়াও হেলাল বিন ইউসুফ শুভ্র, মো. ইমাম হাসান, অজ্ঞাত (রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানির এক কর্মকর্তা), কে এম রাসেল, বাবলু ও অজ্ঞাতসহ মোট ৮ জনকে আসামি করা হয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়