Apan Desh | আপন দেশ

টস হেরে ব্যাটিংয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৫, ১ মার্চ ২০২৪

আপডেট: ১৮:১৭, ১ মার্চ ২০২৪

টস হেরে ব্যাটিংয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

ছবি: সংগৃহীত

প্রায় দেড় মাস চলা দেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ বিপিএলের পর্দা নামছে আজ (শুক্রবার)। টুর্নামেন্টে রেকর্ড পঞ্চমবারের মতো ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। দলটির সামনে একাধিক কীর্তি হাতছানি। হ্যাটট্রিক শিরোপাসহ মোট পাঁচটি শিরোপার। 

এদিকে দ্বিতীয় কোয়ালিফায়ারে সেই রংপুরকে হারিয়েই ফাইনালের আরেক দল ফরচুন বরিশাল। এর আগে, একবারও শিরোপা জয়ের স্বাদ নেয়া হয়নি বাংলার ভেনিসের দলটির। এবার তাই দেশের জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের হাত ধরে সেই স্বপ্নই বুনছে বরিশাল। 

ঢাকা থেকে সিলেট, সিলেট থেকে ঢাকা, ফের ঢাকা থেকে চট্টগ্রাম এবং শেষে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে ফাইনাল মিরপুর হোম অব ক্রিকেটে। সেখানে ফাইনাল ম্যাচে টসে জিতেছে ফরচুন বরিশাল। সেখানে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দলটির অধিনায়ক তামিম ইকবাল। 

ঢাকা থেকে সিলেট, সিলেট থেকে ঢাকা, ফের ঢাকা থেকে চট্টগ্রাম এবং শেষে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে ফাইনাল মিরপুর হোম অব ক্রিকেটে। সেখানে ফাইনাল ম্যাচে টসে জিতেছে ফরচুন বরিশাল। সেখানে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দলটির অধিনায়ক তামিম ইকবাল। আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে তারা

বরিশাল একাদশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, কাইল মায়ার্স, ডেভিড মিলার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জেমস ফুলার, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, ওবেদ ম্যাককয়, তাইজুল ইসলাম।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: 
লিটন দাস (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, তাওহীদ হৃদয়, জনসন চালর্স, জাকের আলী (উইকেটকিপার), মঈন আলি, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রোহানতদৌল্লাহ বর্ষণ, মুস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়