Apan Desh | আপন দেশ

অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে এক মিনিটেই চুরি হতে পারে তথ্য

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৮, ২০ অক্টোবর ২০২৫

অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে এক মিনিটেই চুরি হতে পারে তথ্য

ফাইল ছবি

বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে স্মার্টফোন। আর তাই একে অপরের সঙ্গে যোগাযোগ, তথ্য সংরক্ষণ, এমনকি প্রাতিষ্ঠানিক বিভিন্ন কাজে ফোনের ওপর আমরা অনেকেই নির্ভরশীল। কিন্তু এ ফোনই হতে পারে নজরদারি ও তথ্য চুরির বড় মাধ্যম।

সম্প্রতি মাত্র এক মিনিটের মধ্যে অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে তথ্য ও কোড চুরি করতে সক্ষম নতুন হ্যাকিং কৌশল আবিষ্কার করেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় ও কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।

গবেষকদের দাবি, ‘পিক্সন্যাপিং’ নামের নতুন হ্যাকিং কৌশল কাজে লাগিয়ে এরই মধ্যে গুগল পিক্সেল ও স্যামসাং গ্যালাক্সি এস২৫ মডেলের ফোন থেকে ব্যবহারকারীদের অজান্তে ব্যক্তিগত তথ্য, বার্তা ও টু-ফ্যাক্টর অথেনটিকেশন কোড সংগ্রহ করা হয়েছে। সামান্য পরিবর্তন আনলে এটি অন্যান্য স্মার্টফোনেও ব্যবহার করা যেতে পারে। ফোনের পর্দায় থাকা যেকোনো তথ্য এই কৌশলে দূর থেকে চুরি করা যায়।

গবেষকদের তথ্যমতে,  পিক্সন্যাপিং কৌশলটি ২০২৩ সালে আলোচিত জিপিইউ ডট জিপ আক্রমণের সঙ্গে অনেকটাই সাদৃশ্যপূর্ণ। উভয় ক্ষেত্রেই গ্রাফিকস প্রসেসিং ইউনিটের (জিপিইউ) দুর্বলতা কাজে লাগিয়ে ফোনের পর্দায় থাকা তথ্য সংগ্রহ করা হয়। পিক্সন্যাপিং কৌশল কাজে লাগিয়ে সাইবার হামলা চালানোর জন্য প্রথমে একটি ক্ষতিকর অ্যাপ ইনস্টল করতে প্রলুব্ধ করা হয়। এরপর অ্যাপটি অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) ব্যবহার করে নির্দিষ্ট অ্যাপ চালু করে ও নির্দিষ্ট তথ্য ফোনের পর্দায় প্রদর্শনে বাধ্য করে।

এ বিষয়ে গবেষক দলের প্রধান অ্যালান লিংহাও ওয়াং বলেন, এ প্রক্রিয়া অনেকটা অনুমোদনবিহীনভাবে ‘স্ক্রিনশট’ নেয়ার মতো।

গুগল জানিয়েছে, এখন পর্যন্ত পিক্সন্যাপিং কৌশল কাজে লাগিয়ে সাইবার হামলা চালানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে পিক্সন্যাপিং–সম্পর্কিত নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করে সফটওয়্যার আপডেট প্রকাশ করা হয়েছে, যা আক্রমণের প্রভাব আংশিকভাবে প্রতিহত করে। ডিসেম্বর মাসে আরেকটি আপডেট উন্মুক্ত করা হবে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

সরকার থেকে আনুষ্ঠানিক নির্দেশনার পর গণভোট নিয়ে সিদ্ধান্ত: সিইসি আ.লীগের ৪৩ নেতাকর্মী গ্রেফতার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক সন্ধ্যায় সংসদ নির্বাচনের দিনেই গণভোট: প্রধান উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি শেখ হাসিনাদের বিরুদ্ধে রায় ১৭ নভেম্বর, মানবতাবিরোধী অপরাধ নতুন কুঁড়ির বিজয়ীদের হাতে পুরস্কার দিলেন প্রধান উপদেষ্টা খেলোয়াড়রা সহযোগিতা না করলে নিরপেক্ষতা হারাবে নির্বাচন কমিশন ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়ে অবরোধ করে ট্রাকে আগুন মার্কিন ইতিহাসের দীর্ঘতম সরকারি শাটডাউনের অবসান ঘটল শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিল করল ডাকসু রাজপথের আ. লীগ অধিক শক্তিশালী-জনপ্রিয়: রিচি সোলায়মান