Apan Desh | আপন দেশ

বাতাস থেকে পাওয়া যাবে খাবার পানি!

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২১:২৯, ৭ সেপ্টেম্বর ২০২৫

বাতাস থেকে পাওয়া যাবে খাবার পানি!

বাতাস থেকে পানি সংগ্রহের যন্ত্র। ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নাম শুনলেই মনে পড়ে যায় ‘ডেথ ভ্যালি’—মৃত্যুর উপত্যকা। চারপাশে শুষ্ক মরুভূমি, রুক্ষ পাহাড় আর পানির চরম অভাব। এ বিরূপ পরিবেশে বেঁচে থাকা যেন প্রায় অসম্ভব। এবার সে সমস্যার সমাধানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি)-এর গবেষকরা।

তারা এমন একটি যন্ত্র তৈরি করেছেন যা মরুভূমির শুষ্ক বাতাস থেকেও সুপেয় পানি সংগ্রহ করতে সক্ষম।

এমআইটির গবেষকদের তৈরি এ যন্ত্রটি দেখতে অনেকটা ছোট জানালার মতো। এর মূল অংশ হলো- 'হাইড্রোজেল' নামের একটি শোষক পদার্থ, যা লবণের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা হয়েছে। এ হাইড্রোজেল স্পঞ্জের মতো কাজ করে, যা সরাসরি বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করতে পারে। এটি যখন বাষ্প শোষণ করে তখন ফুলে উঠে এবং পরে আবার বাষ্প ছেড়ে দিয়ে আকারে ছোট হয়ে আসে।

হাইড্রোজেল যখন বাষ্প ছেড়ে দেয়, তখন সে বাষ্প বিশুদ্ধ পানির কণার আকারে যন্ত্রের ভেতরের কাঁচের দেয়ালে জমা হয়। এরপর একটি নল দিয়ে গড়িয়ে এ পানি একটি পাত্রে জমা করা হয়। এ পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে কোনো বিদ্যুতের প্রয়োজন হয় না, শুধু সূর্যের তাপই যথেষ্ট।

আরওপড়ুন<<>>বিরল সুপার ব্লাড মুনের দেখা মিলবে আজ

এমআইটির অধ্যাপক সুয়ানহে ঝাও জানিয়েছেন, বর্তমানে এ যন্ত্রটি দিনে একটি কাপের প্রায় তিন ভাগের দুই ভাগ পরিমাণ পানি সংগ্রহ করতে পারে। যদিও এর পরিমাণ খুব বেশি নয়। তবে এটি চরম শুষ্ক মরুভূমিতে মানুষের জন্য ন্যূনতম পানীয় জল সরবরাহের একটি বাস্তবসম্মত সমাধান হতে পারে।

তিনি আরও বলেন, বাতাস থেকে পানি সংগ্রহের পুরোনো পদ্ধতিগুলোর জন্য বাতাসে যথেষ্ট পরিমাণে জলীয় বাষ্প থাকা জরুরি। কিন্তু তাদের তৈরি এ নতুন যন্ত্রটি অত্যন্ত শুষ্ক পরিবেশেও কার্যকর। এ পদ্ধতির মূল সুবিধা হলো- এর শোষক পদার্থ হাইড্রোজেল, যা দামে সস্তা এবং নিজের আকারের তুলনায় ১০ গুণ পর্যন্ত ফুলে উঠতে পারে। এটি খুব কম শক্তি খরচ করে কাজ করতে পারে।

একই ধরনের গবেষণা যুক্তরাষ্ট্রের বাইরে চিলির আতাকামা মরুভূমিতেও হয়েছে, যা মেরু অঞ্চলের বাইরে সবচেয়ে শুষ্ক স্থান হিসেবে পরিচিত। সেখানেও বিজ্ঞানীরা হাইড্রোজেল ব্যবহার করে সফলভাবে বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পেরেছেন। সূত্র: সিএনএন

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা