Apan Desh | আপন দেশ

মহাকাশে বাংলাদেশের কক্ষপথ  পুনরুদ্ধারের দাবিতে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩২, ১৫ জুন ২০২৫

মহাকাশে বাংলাদেশের কক্ষপথ  পুনরুদ্ধারের দাবিতে আইনি নোটিশ

ফাইল ছবি

মহাকাশে বাংলাদেশের নিজস্ব কক্ষপথ (Orbital Slot) পুনরুদ্ধার ও সার্বভৌম অধিকার প্রতিষ্ঠার দাবিতে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশটি পাঠানো হয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (BTRC) চেয়ারম্যান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (BSCL) চেয়ারম্যানের কাছে।

সম্প্রতি রেজিস্ট্রি ডাক ও ইমেইলের মাধ্যমে এ নোটিশ পাঠান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান।

আইনি নোটিশে বলা হয়েছে, আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা (ITU) কর্তৃক পরিচালিত কক্ষপথ একটি সীমিত ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্পদ। প্রতিটি স্বাধীন দেশ তার নিজস্ব কক্ষপথ নির্ধারণ করে সে অনুযায়ী মহাকাশ কার্যক্রম পরিচালনা করে থাকে। অথচ বাংলাদেশ সরকার সময়মতো কক্ষপথ দখলে ব্যর্থ হওয়ায় ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’ (সাবেক নাম বঙ্গবন্ধু স্যাটেলাইট-১) পাঠানো হয়েছে রাশিয়ার একটি কোম্পানির ভাড়া করা কক্ষপথে, যা দেশের প্রযুক্তিগত স্বাধিকার ও গৌরবের জন্য হুমকিস্বরূপ।

নোটিশে আরও উল্লেখ করা হয়, কক্ষপথ দখলের মাধ্যমে একটি রাষ্ট্র তার টেলিযোগাযোগ, প্রতিরক্ষা এবং বৈজ্ঞানিক কার্যক্রমে একক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করে থাকে। কিন্তু বাংলাদেশের বর্তমান অবস্থান প্রযুক্তিগত নির্ভরশীলতা বাড়িয়েছে এবং জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টি করেছে।

এ প্রেক্ষিতে নোটিশে বাংলাদেশ সরকারকে দ্রুত আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণ করে নিজস্ব কক্ষপথ পুনঃদখলের আহবান জানানো হয়েছে। পাশাপাশি ITU-এর মাধ্যমে আনুষ্ঠানিক দাবি উত্থাপন, আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ নিয়োগ এবং একটি স্থায়ী ‘ন্যাশনাল অরবিটাল মনিটরিং সেল’ গঠনের দাবি জানানো হয়েছে।

নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে, ৩০ দিনের মধ্যে সন্তোষজনক পদক্ষেপ গ্রহণ না করা হলে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা