ছবি: আপন দেশ
জামায়াতের মুখে একটা কাজে আরেকটা। আমাদের সামনে আমেরিকা-ভারতের বিরুদ্ধে কথা বলে আর তাদের সঙ্গেই গোপনে বৈঠক করে। এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে নরসিংদীর পুলিশ লাইন্স এলাকায় আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
চরমোনাই পীর বলেন, প্রকাশ্যে এক কথা আর গোপনে ভিন্ন আচরণ আর গ্রহণযোগ্য নয়। গোপন বৈঠকের বিষয়টি দেশের মানুষ বুঝে গেছে। ইসলামী আন্দোলনকে আর বিভ্রান্ত করা যাবে না। আল্লাহ, ওলামা-আলেম এবং সাধারণ মানুষ তাদের সঙ্গে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
পীর আরও বলেন, ইসলামের নীতি ও আদর্শের ওপর অবিচল থাকলে দুনিয়ায় শান্তি এবং আখিরাতে মুক্তি পাওয়া সম্ভব। জামায়াত সমঝোতার মাধ্যমে নেতৃত্বের ক্ষমতা নিয়ে প্রচলিত ব্যবস্থায় দেশ পরিচালনার পথে যাচ্ছে—এমনটি বুঝতে পেরে ইসলামী আন্দোলন কঠিন সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুন <<>> ‘আ’লীগ পুনর্বাসনের চেষ্টা করলে বিপদে পড়বে বিএনপি’
তিনি বলেন, ইসলামকে বাংলার মাটিতে প্রতিষ্ঠা ও মানবতা রক্ষার লক্ষ্যেই ইসলামী আন্দোলন ‘হাতপাখা’ প্রতীক নিয়ে এককভাবে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে। বাংলাদেশকে পরিবর্তন করে সোনার দেশে রূপান্তরের অঙ্গীকার নিয়ে তারা মাঠে নেমেছেন।
নরসিংদী সদর আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ও জেলা শাখার সভাপতি আশরাফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে নরসিংদীর বিভিন্ন আসনের প্রার্থীরা অংশ নেন। এতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































