Apan Desh | আপন দেশ

দুর্বৃত্তরা ভোটের বাক্সে হাত দিলে, সে হাত গুঁড়িয়ে দেয়া হবে: জামায়াত আমীর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:০৭, ২৫ জানুয়ারি ২০২৬

দুর্বৃত্তরা ভোটের বাক্সে হাত দিলে, সে হাত গুঁড়িয়ে দেয়া হবে: জামায়াত আমীর

ছবি: আপন দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন আগামী ১২ ফেব্রুয়ারি দুর্বৃত্তরা ভোটের বাক্সে হাত দিলে, সে হাত গুঁড়িয়ে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা আর মানুষে মানুষে ভেদাভেদ চাই না, আমাদের সবার পরিচয় আমরাই বাংলাদেশ। যেখানে থাকবে না কোনো বৈষম্য।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ধূপখোলা মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

জামায়াত আমীর বলেন, দেশটাকে লুটেপুটে খাওয়ার জন্য ক্ষমতায় আসতে চাই না। জামায়াতের বিজয় নয় ১৮ কোটি মানুষের বিজয় চাই। গণভোটে হ্যাঁ বিজয় হলেই বাংলাদেশ বিজয়ী হবে। 

তিনি আরও বলেন, আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি, অনেকে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছেন, দয়া করে আর নাক গলাবেন না। আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ সহ্য করা হবে না।

কোনো দলের নাম উল্লেখ না করে জামায়াত আমীর বলেন, একটি দল বলছে, তারা ক্ষমতায় আসলে দেশকে দুর্নীতি মুক্ত করবে। কিন্তু তাদের তো ৩৯ জন প্রার্থী গুরুতর ঋণখেলাপি। 

আরও পড়ুন<<>>রাজনীতিতে ধর্মের ব্যবহার নিয়ে যা বললেন মির্জা ফখরুল

এর আগে, সকালে যাত্রাবাড়ীতে নির্বাচনী জনসভায় যুবক-যুবতীদের বেকার ভাতা নয়, তাদের হাতে কাজ তুলে দিয়ে কারিগর দক্ষ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন জামায়াত আমীর। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এসে জলাবদ্ধতা নিরসনে ব্যর্থ হলে মেয়র কাউন্সিলরদের বছরে ৪ বার পচা ডোবা পানিতে গোসল করানো হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়