Apan Desh | আপন দেশ

গুলিতে নিহত সেই বিএনপি নেতার ময়নাতদন্ত সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:০৪, ২৫ জানুয়ারি ২০২৬

গুলিতে নিহত সেই বিএনপি নেতার ময়নাতদন্ত সম্পন্ন

হাসান মোল্লা। ছবি : আপন দেশ

কেরানীগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে নিহত হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে মরদেহের ময়নাতদন্ত হয়। ময়নাতদন্ত করেন ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. দিপীকা রায়।

মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হান্নান। 
সুরতহালে তিনি উল্লেখ করেন, হাসান মোল্লার পেটের ডান পাশ দিয়ে গুলিবিদ্ধ হয়ে পেছনের দিক দিয়ে বেরিয়ে গেছে। এ ছাড়া তার শরীরের অন্যান্য জায়গা স্বাভাবিক।

মর্গে নিহত হাসান মোল্লার ছোট ভাই রাকিব হোসেন জানান, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জ ঢালিকান্দি এলাকায় তার নিজ বাড়ির পাশেই দুর্বৃত্তদের গুলিতে আহত হন বিএনপি নেতা হাসান মোল্লা। রাতে একটি মাহফিল থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। সেসময় তার সঙ্গে আরও একজন ছিলেন। তবে দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে টার্গেট করেই হাসান মোল্লাকে গুলি করে।

তিনি বলেন, ‘আমার ভাইয়ের কোনো শত্রুর ছিল বলে আমাদের জানা ছিল না। এলাকাতে তার রাজনৈতিক কোনো প্রতিপক্ষও ছিল না। যারা বর্তমান রাজনীতিতে ছিল তারা সবাই একই প্যানেলের। আর আওয়ামী লীগের যারা ছিল তারা তো এখন এলাকা ছেড়ে পলাতক। আমাদের কোনো ধারণা নেই, কারা এ ঘটনা ঘটিয়েছে। তবে এটি ছিনতাইয়ের ঘটনা না।’

আরও পড়ুন : ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

মরদেহ দাফনের পর মামলা দায়ের করবেন বলে জানান হযরতপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লার ছোট ভাই রাকিব।

এর আগে শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাসান মোল্লা। 

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়