ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’-এর শরিকদের মধ্যে আসন বণ্টন চূড়ান্ত করা হয়েছে। এ জোট থেকে সবচেয়ে বেশি আসনে প্রার্থী দিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি ১৭৯টি আসনে প্রার্থী দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের প্রার্থিতা ঘোষণা করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
ঘোষণা অনুযায়ী, জামায়াতের পর দ্বিতীয় সর্বোচ্চ আসনে প্রার্থী দেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি ৩০টি আসনে প্রার্থী দিচ্ছে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি আসনে, খেলাফত মজলিস ১০টি আসনে, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭টি আসনে, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ৩টি আসনে, নেজামে ইসলাম ২টি আসনে এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২টি আসনে প্রার্থী দেবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জোটভুক্ত ১০টি দলের পক্ষ থেকে মোট ২৫৩টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত হলে বাকি আসনগুলোতেও প্রার্থী ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া জোটের বাকি ১০টি দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং জাগপা মুখপাত্র রাশেদ প্রধানসহ বিভিন্ন শরিক দলের নেতারা।
জোট নেতারা জানান, আসন বণ্টনের মাধ্যমে নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নেয়াই তাদের লক্ষ্য। বাকি আসনগুলো নিয়েও দ্রুত সমঝোতায় পৌঁছানো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































