তারেক রহমান।
রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে আয়োজিত সমাবেশস্থলে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ৩টা ৫১ মিনিটে সমাবেশ মঞ্চে পৌঁছান তিনি।
সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বক্তব্য দেবেন। দীর্ঘ ১৭ বছর পর প্রিয় নেতাকে সরাসরি সামনে দেখে নেতাকর্মীদের মাঝে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা গেছে। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে আজ পুরো ঢাকা যেন মিছিলের নগরীতে পরিণত হয়েছে। জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে এলাকায় সমবেত হয়েছেন লাখ লাখ মানুষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এসেছেন। তীব্র শীত উপেক্ষা করে অনেকেই রাতেই চলে আসেন সমাবেশস্থলে।
আরও পড়ুন>>>পথে পথে মানুষের ঢল, হাসিমুখে হাত নাড়ছেন তারেক রহমান
নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্যের পর মায়ের সঙ্গে দেখা করতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি।
এদিকে আজ সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী বিমানটি। সেখানে গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ডের পর সকাল ১১টা ১২ মিনিটের দিকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।
তারও আগে বুধবার লন্ডনের (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট) তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































