Apan Desh | আপন দেশ

‘জুলাই অভ্যুত্থানের নামে মব সমর্থন করে না এনসিপি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৭, ২২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৫:৩০, ২২ ডিসেম্বর ২০২৫

‘জুলাই অভ্যুত্থানের নামে মব সমর্থন করে না এনসিপি’

এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই অভ্যুত্থানের নামে মব সমর্থন করে না বলে মন্তব্য করেছেন দলটির আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় যে বাংলাদেশ আমরা আশা করেছিলাম, সে পথে আর দেশ নেই।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক এক যৌথ প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন। প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-নোয়াব ও সম্পাদক পরিষদ এ সমাবেশের আয়োজন করে।

নাহিদ বলেন, জুলাইয়ের স্লোগানের অপব্যবহার করে পরিকল্পিতভাবে ইনকিলাব মঞ্চের আহবায়ক শরীফ ওসমান হাদীকে ব্যবহার করে নাশকতা করা হয়েছে। তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থান মবক্রেসি নয়। পুরো দেশের রাজনীতি, নির্বাচনকে একদিকে প্রভাবিত করতেই মবক্রেসি চলছে। জুলাই অভ্যুত্থানের নামে এমন মব এনসিপি সমর্থন করে না।

এনসিপি আহবায়ক বলেন, সাম্প্রতিক সহিংস ঘটনাগুলো সম্পূর্ণভাবে পরিকল্পিত, এর পেছনে সুস্পষ্ট রাজনৈতিক চক্রান্ত রয়েছে। জুলাই আন্দোলন ও তার পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ছিল, দেশ এখন সে পথে এগোচ্ছে না, বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক।

তিনি অভিযোগ করেন, যে ব্যক্তিরা প্রথম আলো, ডেইলি স্টারসহ সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর ওপর হামলা করেছে, তারা জুলাই গণঅভ্যুত্থানের স্লোগান, শহীদদের নাম এবং আন্দোলনের ভাষাকে ব্যবহার করেছে। এর মাধ্যমে সহিংসতার পক্ষে সামাজিক সমর্থন তৈরির চেষ্টা করা হয়েছে।

তার দাবি, কয়েক হাজার মানুষ এ ঘটনার সঙ্গে যুক্ত ছিল, যা প্রমাণ করে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। পুরো বিষয়টি পূর্বপরিকল্পিত ছিল।

আরও পড়ুন<<>>আমি জানি না এই মুহূর্তে কোন বাংলাদেশে আছি : মির্জা ফখরুল

শহীদ শরিফ ওসমান হাদীর ঘটনা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, দুর্ঘটনার পর দেশে কী ধরনের পরিস্থিতি তৈরি করা হবে, সে বিষয়ে আগেই একটি চক্রান্তমূলক পরিকল্পনা ছিল বলে ঘটনাপ্রবাহে তা স্পষ্ট হয়েছে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের নাম বা হাদীর নাম ব্যবহার করে যেভাবে সহিংসতা সংঘটিত হয়েছে, তার দায় সবার রয়েছে। তবে যারা প্রথম দিকে জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন, তাদের দায় আরও বেশি।

সহিংসতার বর্ণনায় ‘মব ভায়োলেন্স’ শব্দ ব্যবহারের প্রসঙ্গে নাহিদ ইসলাম উল্লেখ করেন, শুরুতে তারা এ শব্দের বিরোধিতা করেছিলেন। তাদের বিরুদ্ধে অবস্থান নেয়া পক্ষগুলো জুলাই গণঅভ্যুত্থানকে মবোক্রেসি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছিল, যা তারা প্রত্যাখ্যান করেছিলেন। তাদের মতে, জুলাই ছিল গণঅভ্যুত্থান ও বিপ্লব।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিপ্লব পরবর্তী সময়ে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতা ছিল এবং সে সুযোগকে কাজে লাগিয়ে এখন পরিকল্পিত অপরাধ সংঘটিত হচ্ছে। বর্তমান পরিস্থিতির লক্ষ্য দেশের রাজনীতি ও নির্বাচনকে একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত করা।

সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় সভায় আরও আছেন- সম্পাদক পরিষদের সভাপতি দৈনিক নিউ এজ সম্পাদক নূরুল কবীর, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম, ব্যারিস্টার সারা হোসেন, মানবাধিকার কর্মী রেহনুমা আহমেদ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ড. ইফতেখারুজ্জামান, গণসংহতি আন্দোলন প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রমুখ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়