Apan Desh | আপন দেশ

ষড়যন্ত্র করে নির্বাচন প্রতিহত করা যাবে না: আমান

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৭:৪৮, ১৯ ডিসেম্বর ২০২৫

ষড়যন্ত্র করে নির্বাচন প্রতিহত করা যাবে না: আমান

ছবি: আপন দেশ

কোনো ষড়যন্ত্র করে নির্বাচন প্রতিহত করা যাবে না বলে সতর্ক করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমানউল্লাহ আমান।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, দেশের জনগণ নির্বাচনের জন্য প্রস্তুত। কারণ নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। তবে যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে, নির্বাচন অনিবার্য। কোনো ষড়যন্ত্র করে নির্বাচন প্রতিহত করা যাবে না। 

আরও পড়ুন<<>>মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে : মির্জা ফখরুল

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি ক্ষমতায় গেলে দেশের স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন হবে। মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। এটিই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা। এছাড়াও ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ বিভিন্ন খাতের বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে তারেক রহমানের।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা-২ আসনের কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। যার সার্বিক তত্ত্বাধানে ছিলেন ঢাকা-২ আসনের বিএনপির এমপি প্রার্থী আমানউল্লাহ আমান।

ডা. ফখরুল আমিন বাদল ও ডা. আলী নূর পলাশের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান, ড্যাব ঢাকা জেলার সভাপতি ডা. মাহমুদ আলম তারেক, ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ডা. আমিরুল ইসলাম পাভেল ও ঢাকা জেলা ড্যাবের কোষাধ্যক্ষ ডা. মহিউদ্দিন সুমন এবং ডা. মোকাদ্দেস শাহীন।

আয়োজকরা জানান, বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ২০ জন চিকিৎসকের একটি দল প্রায় ৫ শতাধিক অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়