Apan Desh | আপন দেশ

তারেক রহমান এখনো ট্রাভেল পাস চাননি : পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৪:৫১, ২ ডিসেম্বর ২০২৫

তারেক রহমান এখনো ট্রাভেল পাস চাননি : পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই। তিনি এখনো ট্রাভেল পাস চাননি, চাইলে ইস্যু করা হবে।’

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তৌহিদ হোসেন বলেছেন, ‘তারেক রহমান এখন পর্যন্ত ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি। চাওয়া মাত্রই তা ইস্যু করা হবে। বাংলাদেশ সরকার দেশে ফিরতে তাকে সকল ধরনের সহযোগিতা করবে।’

বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘খালেদা জিয়া দেশের বাইরের চিকিৎসা নিতে যেতে চাইলে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার। তবে সিদ্ধান্ত দল ও পরিবারের।’

আরও পড়ুন : নির্বাচন নিয়ে ইসির চলমান প্রস্তুতি কেমন, জানালেন ইইউ রাষ্ট্রদূত

এদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ‘ক্রিটিক্যাল’ অবস্থায় আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সুস্থতায় দল-মত নির্বিশেষে সবাই দোয়া করছেন। যে কারণে দল ও পরিবারের পক্ষ থেকে চেয়ারপারসনের ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টা ২৫ মিনিটে তার ফেসবুক পেজে এ-সংক্রান্ত পোস্ট দেন তিনি।

ওই পোস্টে তারেক রহমান লিখেছেন, ‘বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে, জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আমরা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই। বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনীতিকবৃন্দ ও বন্ধুগণের উদ্বেগ ও উৎকণ্ঠা, পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া, সবকিছু আমাদের আবেগ ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করছে।’

তিনি আরও লিখেছেন, ‘দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই নিরন্তর দোয়া করছি। এই কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা রইলো।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়