Apan Desh | আপন দেশ

নির্বাচন নিয়ে ইসির চলমান প্রস্তুতি কেমন, জানালেন ইইউ রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৪:১৬, ২ ডিসেম্বর ২০২৫

নির্বাচন নিয়ে ইসির চলমান প্রস্তুতি কেমন, জানালেন ইইউ রাষ্ট্রদূত

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) চলমান প্রস্তুত সন্তোষজনক বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেছেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে আশাবাদী ইইউ। ইইউ নির্বাচন-সংক্রান্ত সব ধরনের বিষয়ে সহযোগিতা করতে চায়।’

মঙ্গলবার (২ ডিসেম্বর) ইসির সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মাইকেল মিলার বলেন, ‘লজিস্টিক ও সিকিউরিটির চ্যালেঞ্জ রয়েছে। নতুন ভোটারদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে ভোটকেন্দ্রে নেয়াকে অন্যতম চ্যালেঞ্জ হিসেবে দেখছে ইইউ।’

আরও পড়ুন : খালেদা জিয়ার সর্বশেষ তথ্য জানালেন ডা. জাহিদ

ইসির সঙ্গে বৈঠকের বিষয় তুলে ধরে ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘বৈঠকে সিইসির পক্ষ থেকে সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির কথা জানানো হয়েছে। ইইউর পক্ষ থেকেও সব ধরনের সহযোগিতা করার বিষয়ে বলা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনকে ইইউ ইতিবাচক হিসেবে দেখছে।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়