
ফাইল ছবি
জুলাই সনদ-গণভোট-পিআর পদ্ধতির দাবিতে ইসলামি দলগুলোর কর্মসূচি ঘোষণা
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে ইসলামি রাজনৈতিক দলগুলো। এর মধ্যে আছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিস। ২০ অক্টোবর থেকে শুরু হওয়া কর্মসূচির শেষধাপে দাবি আদায়ে প্রয়োজনে গণআন্দোলনের ডাক দিয়েছে দলগুলো।
রোববার (১৯ অক্টোবর) এসব কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচি বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার কথা বলেছেন গণমাধ্যমকর্মীদের সঙ্গে। তিনি বলেন, গণভোট ও পিআর পদ্ধতির নির্বাচনের সঙ্গে জুলাই সনদের স্বাক্ষরের কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পেরেছে তার ভিত্তিতেই জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে।
গোলাম পরওয়ার বলেন, আমাদের আন্দোলন নির্বাচনকে বাধাগ্রস্ত করবে না। ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই, তবে এর আগে সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে আর গণভোট দিতে হবে।
আরও পড়ুন>>>জুলাই সনদে স্বাক্ষর করলো গণফোরাম
কর্মসূচি ঘোষণা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, জুলাই সনদের আইনিভিত্তি দিতে রাষ্ট্রপতির আদেশ, গণভোট, পিআর পদ্ধতি, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ ৫ দফা দাবি বাস্তবায়নে চতুর্থ ধাপে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে-
২০ অক্টোবর রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
২৫ অক্টোবর বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
২৭ অক্টোবর জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা।
২৭ অক্টোবরের মধ্যে দাবি না মানলে গণআন্দোলনের ডাক দেয়া হবে বলে সংবাদ সম্মেলনে বলা হয়।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।