
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জাপা নেতা শামীর হায়দার পাটোয়ারী
সন্ত্রাসবিরোধী আইনে গণঅধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) একাংশের মহাসচিব শামীর হায়দার পাটোয়ারী।
তিনি বলেন, আমরা মনে করে এ দলটি রাজনীতি করার অধিকার হারিয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এর আগে রাত পৌনে ৮টার দিকে রাজধানীর কাকরাইলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
শামীর হায়দার পাটোয়ারী বলেন, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা আজ আমাদের পার্টি অফিসে হামলা চালিয়েছে। এভাবে মব চলতে পারে না, এভাবে একটি দেশ চলতে পারে না।
আরওপড়ুন<<>>‘স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ না করলে সচিবালয়ের ঘেরাও হবে’
সরকারের সমালোচনা করে জাপার সাবেক এমপি বলেন, বিগত সময়ে আমরা দেখেছি, যারা মব করতে এসেছিল, তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। যারা মবের ভিকটিম হচ্ছে, তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে, তাদের অ্যারেস্ট করা হচ্ছে। আমরা এ অবস্থার পরিত্রাণ চাই।
এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষী ব্যক্তিদের গ্রেফতার না করলে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, হামলার বিষয়ে পুলিশের অবস্থান যথেষ্ট ছিল। তবে সেনাবাহিনী না থাকলে পুলিশ একা এই মবকে নিয়ন্ত্রণ করতে পারে না, তাই সেনাবাহিনী প্রয়োজন।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।