Apan Desh | আপন দেশ

জামায়াত আমীরের হার্টে একাধিক ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৬, ৩০ জুলাই ২০২৫

জামায়াত আমীরের হার্টে একাধিক ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত

ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের হার্টে একাধিক ব্লক ধরা পড়েছে। জরুরি ভিত্তিতে তার বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

বুধবার (৩০ জুলাই) জামায়াত আমীরের পিএস মোহাম্মদ নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তব্য দেয়ার সময় দুইবার মঞ্চে পড়ে গিয়েছিলেন ডা. শফিকুর রহমান। পরে রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে ওইদিন রাতেই বাসায় ফেরেন তিনি।

আরওপড়ুন<<>>জুলাই সনদের খসড়া গ্রহণ করতে পারি না: এনসিপি

নজরুল ইসলাম জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে জামায়াতের আমীর বুধবার বেলা ১১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সেখানে বিকেল ৪টার দিকে তার এনজিওগ্রাম করা হয়। কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামানের অধীনে সম্পন্ন হওয়া এনজিওগ্রামে হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। চিকিৎসকরা বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন। সে প্রস্তুতি চলছে।

জানা গেছে, জামায়াত আমীরের হার্টে ব্লক ধরা পড়ার খবরে তার পরিবার ও দলীয় নেতাদের মাঝে উদ্বেগ দেখা দেয়। তাকে বিদেশে চিকিৎসার জন্যও পরামর্শ দেয়া হয় দলের পক্ষ থেকে। তবে ডা. শফিকুর রহমান দেশেই চিকিৎসা নেয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। দ্রুত সুস্থতায় জামায়াত আমীর এবং তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়