Apan Desh | আপন দেশ

জামায়াতের আমীরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল-ড. মঈন খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৪, ১৯ জুলাই ২০২৫

জামায়াতের আমীরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল-ড. মঈন খান

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

শনিবার (১৯ জুলাই) রাতে সাড়ে ৮টার দিকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে যান তারা। এ সময় জামায়াত আমীরের সঙ্গে ছিলেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও মিয়া গোলাম পরওয়ার।

এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জামায়াত আমীরকে দেখতে যাওয়া বিষয়টি নিশ্চিত করেন।

আরওপড়ুন<<>>সমাবেশ চলাকালে অসুস্থ জামায়াতে আমীর

আজ বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তৃতা দেয়ার সময় অসুস্থবোধ করে টানা দুই বার মঞ্চে পড়ে যান ডা. শফিকুর রহমান। এরপর তিনি বসে বক্তব্য শেষ করেছেন। পরে তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন ডা. শফিকুর রহমান।

এ বিষয়ে জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের জানান, জামায়াত আমীর ডা. শফিকুর রহমান এখন ভালো আছেন। গরমের কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। তেমন কোনো উল্লেখযোগ্য সমস্যা নাই। চিকিৎসকরা তত্ত্বাবধান করছেন।

বিশাল সমাবেশে বড় ধরনের কোনো অঘটন ঘটেনি উল্লেখ করে তিনি আরও জানান, প্রোগ্রাম স্থগিত করার উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু আমীর সাহেব তা চাননি।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়