Apan Desh | আপন দেশ

‘এনসিপির নেতাদের সঙ্গে সোহাগ হত্যায় গ্রেফতার মাহিনের ছবি আছে’ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪২, ১৪ জুলাই ২০২৫

আপডেট: ১৯:৩০, ১৪ জুলাই ২০২৫

‘এনসিপির নেতাদের সঙ্গে সোহাগ হত্যায় গ্রেফতার মাহিনের ছবি আছে’ 

বিএনপির বিক্ষোভ মিছিলে বক্তব্য দিচ্ছেন মির্জা আব্বাস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে পুরান ঢাকার ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় গ্রেফতার মাহিনের ছবি আছে। বলেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সোমবার (১৪ জুলাই) সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজধানীতে বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলে এ কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, সোহাগ হত্যাকাণ্ডের ভিডিও, তৈরি করা ভিডিও মনে হচ্ছে। এ ভিডিও বানিয়ে দেশেরে মানুষের কাছে বিএনপির মাথানত করার ষড়যন্ত্র করছে একটি মহল।

তিনি বলেন,জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে ছবি আছে সোহাগ হত্যায় গ্রেফতার মাহিনের। কিন্তু এ হত্যার দায় চাপানোর চক্রান্ত চলছে বিএনপির ওপর।

আরওপড়ুন<<>>বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না: মির্জা ফখরুল

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বিএনপিকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেয়ার চেষ্টা হচ্ছে। যতই ষড়যন্ত্র করেন মানুষের মন থেকে বিএনপিকে সরাতে পারবেন না। এত সহজ না। বিএনপির স্থায়ী ঠিকানা বাংলাদেশ।

মির্জা আব্বাস বলেন, বাংলাদেশ চিলড্রেনস পার্টির অনেকে এখন জিয়াকে নিয়ে কথা বলছে, জিয়াউর রহমান তাদের দাদার দাদা। বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। বিএনপিকে অযথা কাঠগড়ায় দাঁড় করার চেষ্টা করবেন না।

জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, আরেকটি দল আছে যাদের লম্বা লম্বা কথা ছাড়া, হাদিয়া নেয়া ছাড়া আর কোনো কাজ নাই। এরশাদের আমলে এরশাদের ঘাড়ে, আওয়ামী লীগের আমলে তাদের ঘাড়ে, বিএনপির আমলে বিএনপির ঘাড়ে। এখন বিএনপিকে নিয়ে তাদের মাথাব্যথা। বিএনপিকে শেষ করতে পারলে তারা একা রাজত্ব করতে পারবে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়