Apan Desh | আপন দেশ

আপা এখন জাপার ওপর ভর করেছে: রাশেদ 

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৪, ৮ জুলাই ২০২৫

আপা এখন জাপার ওপর ভর করেছে: রাশেদ 

ছবি: সংগৃহীত

ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নেতৃত্বে আওয়ামী লীগের পুনর্বাসন হতে যাচ্ছে। আপা এখন জাপায় ভর করেছে। জাপাতে যে আন্তঃকোন্দল দেখতে পাচ্ছেন, এটা স্রেফ মেকি। এ মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

মঙ্গলবার (০৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে পোস্ট দিয়ে তিনি এ কথা লেখেন।

এর আগে গতকাল মজিবুল হক চুন্নুকে সরিয়ে শামীম হায়দার পাটোয়ারীকে মহাসচিবের পদে বসায় জাতীয় পার্টি। পরে আরও দুই সিনিয়র নেতাকে অব্যাহতি দেয়া হয় দল থেকে।

এসব নিয়ে ফেসবুকে ক্ষোভ ঝেড়ে রাশেদ খান লিখেছেন, ভারতের নতুন ছক অনুযায়ী জাতীয় পার্টি সংস্কারের নামে একটা ধোঁকাবাজি চলছে। অন্তর্বর্তী সরকারও জাপাকে সুযোগ দিচ্ছে। উপদেষ্টাদের মধ্যে যেহেতু আপা ও জাপা ভক্ত রয়েছে। এক্ষেত্রে আপা সরাসরি ফিরে আসতে না পারলেও জাপার ঘাড়ে চড়ে আপাকে ফেরানোর বিষয়ে তারা ইতিবাচক!

ওই পোস্টে তিনি আরও লেখেন, তারই অংশ হিসেবে ভারত ও আপার নতুন খেলোয়াড় শামীম হায়দার পাটোয়ারীকে মাঠে নামিয়েছে। যেখানে এসব পাটুয়ারীদের জেলে থাকার কথা। সেখানে তারা হতে যাচ্ছে আপা রক্ষার মূল খেলোয়াড়! অন্তর্বর্তী সরকারের নখদর্পনে সবকিছু আছে। 

কিন্তু তারা ভারতের ভয়ে কাবু হয়ে জাপা দিয়ে আপা ফিরে আসার পথে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করছে না বলে মন্তব্য করে রাশেদ খান লেখেন, ইতোপূর্বে সাবের-মান্নানদের কাঁধে সওয়ার হয়ে আ.লীগকে ফেরানোর চেষ্টা করেছিলে। সে প্রজেক্ট ভন্ডুল হওয়ায়, এখন পাটোয়ারী শেষ ভরসা!

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়