
তারেক রহমান। ফাইল ছবি
একাত্তরের মুক্তিযোদ্ধাদের যেমন জাতি ভুলেনি, তেমনি ২০২৪ সালের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মদানকারী বীর শহিদদেরও জাতি ভুলবে না। বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (০১ জুলাই) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত একটি আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ প্রতিশ্রুতি দেন তিনি।
আরওপড়ুন<<>>‘নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে চীন’
তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে জুলাই অভ্যুত্থানে শহীদদের নামে দেশের বিভিন্ন স্থাপনার নামকরণ করা হবে।
তিনি আরও বলেন, জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা এবং ইনসাফভিত্তিক সমাজ গঠন করে শহিদদের ঋণ পরিশোধের এখনই সময়।
এ সময় অযথা বিতর্কে জড়িত না হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ারও আহবান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।