Apan Desh | আপন দেশ

সিইসি হাবিবুলকে আমীর খসরু

‘আকাম-কুকাম করে এখন ভালো কথা বলে লাভ নাই’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৫, ২৭ জুন ২০২৫

আপডেট: ১৮:০১, ২৭ জুন ২০২৫

‘আকাম-কুকাম করে এখন ভালো কথা বলে লাভ নাই’

কাজী হাবিবুল আউয়াল-আমীর খসরু মাহমুদ চৌধুরী

‘মৌলিক সংস্কার ছাড়া আগামী এক হাজার বছরেও এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’ গ্রেফতার হওয়া সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের এ বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

সাবেক সিইসি আউয়ালকে উদ্দেশ্য করে তিনি বলেন, এটা তো উনার মত। উনার মতামতের ওপর আমাদের তো বক্তব্য দেয়ার কিছু নাই। এখন তো অনেকে ভালো ভালো কথা বলবেই। সব আকাম-কুকাম করে এখন ভালো-ভালো কথা বলে তো লাভ নাই।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আমীর খসরু। তিনি বলেন, মৌলিক সংস্কার ছাড়া আগামী এক হাজার বছরেও এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

এর আগে গণঅধিকার পরিষদের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হয়। আমীর খসরু ছাড়াও দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বৈঠকে অংশ নেন।

আরওপড়ুন<<>>‘বিএনপির নাম ভাঙিয়ে সুবিধাভোগীরা আন্দোলন করছে’

সংস্কার প্রসঙ্গে আমির খসরু তিনি বলেন, ঐকমত্যের পরিপ্রেক্ষিতে যেসব সংস্কার করা সম্ভব, সেসব সংস্কার হবে। এ বিষয়ে সব রাজনৈতিক দল একমত। এর বাইরে যাওয়ার কোন সুযোগ নাই।

বিএনপির শীর্ষ এ নেতা বলেন, প্রত্যেকটি দলের নিজস্ব চিন্তা-ভাবনা আছে, দর্শন আছে, ভবিষ্যৎ আছে। সুতরাং এখানে সব জায়গায় ঐকমত্য হওয়ার সুযোগ নাই।

তিনি বলেন, কোনো কোনো বিষয় বিএনপির জন্য গুরুত্বপূর্ণ। অন্য কোনো বিষয় আর কারও জন্য গুরুত্বপূর্ণ। এ মতভিন্নতা থাকবেই। এজন্য যে বিষয়গুলোতে ঐকমত্য হবে, সেগুলোতে সংস্কার হয়ে যাবে। আর বাকিগুলো আগামী নির্বাচনে জনগণের কাছে নিয়ে যাবে প্রত্যেকটি দল।

ইশরাক ইস্যুতে আমীর খসরু বলেন, আইনগতভাবে তার (ইশরাক হোসেন) মেয়রের দায়িত্ব নেয়ার কথা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আইনের শাসনে যদি আমরা বিশ্বাস করে থাকি, তাহলে ইশরাকের দায়িত্ব নেয়াটা খুব স্বাভাবিক। আমরা সরকারের এ সিদ্ধান্তের অপেক্ষায় আছি।

আগামী নির্বাচনে জোট শরিকদের আসন ছাড় নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখন তো আমরা এ প্রক্রিয়ায় আসি নাই। যখনই নির্বাচনের তফসিল ঘোষণা হবে, তখনই এ আলোচনাগুলো আসবে। সকলের সঙ্গে আলাপ আলোচনা করা হবে।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা