Apan Desh | আপন দেশ

সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদার হাসপাতালে 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:২৬, ২৭ জুন ২০২৫

সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদার হাসপাতালে 

সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার

কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ আওয়ামী লীগ সরকারের সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) রাত ১১টার দিকে তাকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে আসা হয় তাকে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী বিল্লাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে কামাল আহমেদ অসুস্থ হয়ে পড়েন। সাবেক প্রতিমন্ত্রীর প্রেসার ও ব্লাড সুগার কমে এলে কারাগারের চিকিৎসক তাকে পরীক্ষা করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে সিট না থাকায় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তির পর চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শুরু করেছেন বলে জানান বিল্লাল হোসেন।

কারা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আওয়ামী লীগের সাবেক শিল্প প্রতিমন্ত্রী হাজতি নং-৩৬০৪০/২৪ মো:কামাল আহমেদ মজুমদার হঠাৎ করে অসুস্থ পড়ে।

কারা কর্তৃপক্ষ চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসেন ৯টা ৩০ মিনিটের দিকে। বর্তমানে নতুন ভবনের তৃতীয় তলায় সিসিইউতে সিট খালি না থাকায় শেরেবাংলা নগর হৃদরোগ ইনস্টিটিউট এ রেফার্ড করা হয়েছে। রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল হইতে শেরেবাংলা নগর হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গণ আন্দোলনে সরকার পতনের পর আওয়ামী লীগের অন্যান্য নেতার মত রাজধানীর মিরপুরের বর্ষীয়ান সাবেক এ এমপিকে ১৮ অক্টোবর গুলশানের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। তখন থেকে তিনি কারাগারে আছেন।

বনানী থানার একটিসহ বেশ কয়েকটি হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তাকে আসামি করা হয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় তাকে রিমান্ডে নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়