
ছবি : আপন দেশ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেয়ার দাবিতে বিক্ষোভ করছেন হাজারো মানুষ। বুধবার (১৪ মে) সকাল ৯টার দিকে ডিএসসিসি’র প্রধান কার্যালয় নগর ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন তারা।
প্রত্যক্ষদর্শীরা বলেন, এ কর্মসূচিকে সামনের রেখে গুলিস্তান এলাকায় অবস্থিত নগরভবনের সামনের সড়কে সকাল সাড়ে ৮টা থেকেই লোকজন আসতে শুরু করে। পরে তারা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়রের শপথ পড়িয়ে দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন। এ দাবিতে তারা নানা স্লোগান দেন।
বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে ডিএসসিসি’র মেয়র ঘোষণা করে গত ২৭ মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনাল। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাককে ডিএসসিসি’র মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।
বিক্ষোভকারীরা জানান, এখন পর্যন্ত ইশরাকের শপথ গ্রহণের ব্যবস্থা নেয়া হয়নি। তাই তাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে বুধবার বিক্ষোভ করছেন।
বিক্ষোভকারীরা আরও জানান, আইনি প্রক্রিয়ায় বিজয় প্রমাণিত হওয়ার পরও মেয়র পদে শপথ গ্রহণে বাধা দেয়া হচ্ছে। বিষয়টিকে সরকারের পক্ষ থেকে গড়িমসি ও ক্ষমতার অপব্যবহার হিসেবে দেখছেন তারা।
বিক্ষোভকারীদের হাতে ছিল নানা স্লোগানসংবলিত প্ল্যাকার্ড। সেখানে লেখা, ‘আমরা চাই জনতার মেয়র’, ‘গেজেট যখন হয়েছে, শপথে বাধা কেন?’ ‘ইশরাক না এলে নগরভবন ছাড়বো না।’
ইশরাক প্রয়াত বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।