Apan Desh | আপন দেশ

বিএসএএসের নতুন কমিটির সভাপতি কানিজ, সম্পাদক বাবুল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:২৮, ২৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৭:৩২, ২৬ জানুয়ারি ২০২৬

বিএসএএসের নতুন কমিটির সভাপতি কানিজ, সম্পাদক বাবুল

বেগম কানিজ মওলা ও মো. বাবুল মিঞা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএসএএস) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) রাতে রাজধানীর বিয়াম ফাউন্ডেশন ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় অ্যাসোসিয়েশনের বিভিন্ন এজেন্ডাভিত্তিক বিষয় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে নতুন কমিটি গঠন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিদায়ী সভাপতি নজরুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। প্রশাসনে তিনি জামায়াতপন্থী আমলা হিসেবে পরিচিত ছিলেন।

সভা শেষে কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা আলাদা বৈঠকে বসেন। আলোচনার মাধ্যমে নতুন নেতৃত্ব চূড়ান্ত করা হয়। পরে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি সংসদ সচিবালয়ের সচিব বেগম কানিজ মওলা।

আরও পড়ুন <<>> ভোটকেন্দ্রে সাংবাদিকদের নিরাপত্তা দেয়ার নির্দেশনা ইসির

মহাসচিব নির্বাচিত হয়েছেন পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা। কোষাধ্যক্ষ করা হয়েছে বিসিআইসির চেয়ারম্যান মো. ফজলুর রহমানকে।

সহসভাপতি নির্বাচিত হয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সরকার এবং ঢাকার বিভাগীয় কমিশনার ও সাবেক সাধারণ সম্পাদক শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

উপ-কোষাধ্যক্ষ হয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মনিরুজ্জামান মিঞা। যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব একেএম হাফিজুল্লাহ খান লিটন এবং অর্থ বিভাগের যুগ্মসচিব নুরজাহান খানম।

নবগঠিত কমিটি মোট ৫২ সদস্যের। বাকি সদস্যদের নাম শিগগিরই ঘোষণা করা হবে বলে সভা সূত্রে জানানো হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়