Apan Desh | আপন দেশ

ভোটকেন্দ্রে সাংবাদিকদের নিরাপত্তা দেয়ার নির্দেশনা ইসির

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:০৫, ২৬ জানুয়ারি ২০২৬

ভোটকেন্দ্রে সাংবাদিকদের নিরাপত্তা দেয়ার নির্দেশনা ইসির

ছবি: আপন দেশ

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংবাদ সংগ্রহে গণমাধ্যমকর্মীদের কোনো ধরনের বাধা দেয়া যাবে না। বাধা দিলে বা শারীরিক ও সরঞ্জামের ক্ষতি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

সোমবার (২৬ জানুয়ারি) এ বিষয়ে একটি পরিপত্র জারি করে ইসি। পরিপত্রের কপি বিভাগীয় কমিশনার, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকদের পাঠানো হয়েছে।

পরিপত্রে বলা হয়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিক নীতিমালার বিধান অনুযায়ী নির্বাচন কমিশন সাংবাদিকদের পরিচয়পত্র প্রদান করবে। গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার অনুমোদনপ্রাপ্ত সাংবাদিকরা নিজ নিজ পরিচয়পত্র নিয়ে সংবাদ সংগ্রহ করবেন।

ইসি জানায়, নীতিমালা–২০২৫ অনুসারে বৈধ কার্ডধারী সাংবাদিকরা সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করে সংবাদ সংগ্রহ করতে পারবেন। এজন্য সাংবাদিক পরিচয়পত্র ও গাড়ির স্টিকারের জন্য নির্ধারিত পোর্টালে আবেদন করতে হবে। অনুমোদনের পর অনলাইনে কিউআর কোডযুক্ত পরিচয়পত্র ও স্টিকার ডাউনলোড ও প্রিন্ট করা যাবে।

আরও পড়ুন <<>> ভোটকেন্দ্রে থাকছে ৩০ হাজার বডিওর্ন ক্যামেরা

পরিপত্রে আরও বলা হয়, দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা কিউআর কোডযুক্ত পরিচয়পত্র ও স্টিকারের সত্যতা যাচাই করতে পারবেন।

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, অনুমোদিত কোনো সাংবাদিককে সংবাদ সংগ্রহে বাধা দেয়া, শারীরিক ক্ষতি করা বা সরঞ্জামের ক্ষতি করলে সংশ্লিষ্ট ব্যক্তি অপরাধী হিসেবে গণ্য হবেন এবং দণ্ডিত হবেন।

এছাড়া নীতিমালা অনুযায়ী দায়িত্ব পালনের সময় ভোটকেন্দ্রে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনী ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাংবাদিকদের নিরাপত্তা ও সংবাদ সংগ্রহে সর্বাত্মক সহযোগিতা করবে।

ভোটকেন্দ্রের ভেতরে স্থান সংকুলানের বিষয়টি বিবেচনায় রেখে প্রিজাইডিং অফিসাররা সাংবাদিকদের দায়িত্ব পালনে সহায়তা করবেন বলেও পরিপত্রে উল্লেখ করা হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়