Apan Desh | আপন দেশ

পুলিশ সদস্যদের নিরপেক্ষ থাকার নির্দেশ আইজিপির 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৮:২৩, ২৪ জানুয়ারি ২০২৬

পুলিশ সদস্যদের নিরপেক্ষ থাকার নির্দেশ আইজিপির 

ছবি : আপন দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম সব পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে সম্পূর্ণ নিরপেক্ষ থাকার নির্দেশ দিয়েছেন।

শনিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে অনুষ্ঠিত এক প্রাক-নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে সর্বোচ্চ সতর্কতা, ধৈর্য এবং পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করা প্রয়োজন। যাতে ভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

আইজিপি আরও বলেন, বাংলাদেশ পুলিশ দেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং জনগণের জান-মাল রক্ষায় সর্বদা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে। জনবান্ধব পুলিশিং আরও শক্তিশালী করতে জনগণের দোরগোড়ায় সহজ ও কার্যকর পুলিশি সেবা পৌঁছানো জরুরি।

তিনি দায়িত্ব পালনের সময় বডি ওর্ন ক্যামেরা ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেন। এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং জনগণের আস্থা আরও মজবুত হবে।

সভায় স্বাগত বক্তব্য দেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশকে প্রস্তুত, নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা রাখতে হবে।

আরও পড়ুন <<>> অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গ্রেফতার ৫৯ জন

পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও ফোর্স সদস্যরা নির্বাচনকালীন চ্যালেঞ্জ তুলে ধরে বিভিন্ন দাবি ও প্রস্তাব উপস্থাপন করেন। এর মধ্যে ছিল, দ্বীপ থানাগুলোর জন্য স্পিড বোট, মোটরসাইকেল ক্রয়ের জন্য ঋণ সুবিধা, দ্বীপ ভাতা চালু ও বৃদ্ধি এবং দায়িত্বপ্রাপ্তদের সরকারি সুবিধা বৃদ্ধির প্রস্তাব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ। তিনি মহানগর এলাকায় নিরাপত্তা জোরদার, প্রযুক্তিনির্ভর পুলিশিং এবং বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।

সভায় সমাপনী বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ। তিনি আইজিপির নির্দেশনা অনুসরণ করে শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে নির্বাচনকালীন দায়িত্ব পালনের আহবান জানান।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়