ছবি : আপন দেশ
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২-এর অংশ হিসেবে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (২৪ জানুয়ারি) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতদের মধ্যে যাত্রাবাড়ী থানার ১৩, মুগদা থানার ১৫, রূপনগর থানার ১২, মতিঝিল থানার পাঁচ এবং হাতিরঝিল থানার ১৪ জন।
যাত্রাবাড়ী থানায় গ্রেফতারকৃতরা হলেন: মো. শাওন (২২), নূর মোহাম্মদ (৩১), মো. রানা মোল্লা (২৬), শ্যামল চন্দ্র ঘোষ (৬২), মো. অপু (২২), মো. হাসান হাওলাদার (২৮), মো. সাকিব ওরফে সুজন (২০), হৃদয় (২২), মো. সুজাল হোসাইন রিমন (২১), নিরঞ্জন দাস (২৬), মো. আরফান শেখ (১৯), নাসির উদ্দিন (৪৫), রাকিবুল হাসান (২৮)।
মুগদা থানায় গ্রেফতারকৃতরা হলেন: সাব্বির হাওলাদার (২৫), আল আমিন (৩৬), মো. পলাশ ইসলাম (৩৯), মো. আসমাল (২০), মো. খলিল (৩৪), মো. জাহিদুল ইসলাম (৩৫), মো. সোহাগ (২৬), মো. কালাম (২৮), মো. বোরহান উদ্দিন (৩৫), মো. রাজিব (২৮), মো. বকুল (৩৫), মো. হাসান মিয়া (২৭), মো. আনোয়ার হোসেন (২৬), মো. মমিন (৩৮), মো. শামিম ইকবাল বাপ্পি (২৭)।
আরও পড়ুন <<>> সরকারকে নির্বাচন কমিশনকে শতভাগ সহায়তা করতে হবে: সুজন
রূপনগর থানায় গ্রেফতারকৃতরা হলেন: মো. হাবিব (২২), মো. মনির হোসেন (৩৮), মো. সোহাগ (২৮), মো. রিপন (২২), মো. মারুফ হোসেন (২১), মো. ইকবাল হাসান (২১), মো. নাঈম (২০), মো. জহিরুল ইসলাম জহির (২১), মো. তামিম হোসেন (১৯), আব্দুর রহমান (১৯), মো. সোহেল রানা (২০), মো. জিহাদ (২১)।
মতিঝিল থানায় গ্রেফতারকৃতরা হলেন: মো. জুয়েল (৩১), কামরুল শরিফ (২৫), আজিজুল ইসলাম (৪৩), জহিরুল ইসলাম (৩৩), আব্দুল কাইয়ুম (২১)।
হাতিরঝিল থানায় গ্রেফতারকৃতরা হলেন: আব্দুর রহমান সরদার (২৫), রিপন দেবনাথ (৩৫), মোছা. নাছরিন বেগম (১৯), মোছা. শিরিন (১৭), মো. সাকিব আল হাসান (২৩), দেলোয়ার (৪০), মো. রানা ইসলাম (৩০), নাইমুল ইসলাম, রাকিব (২২), বায়জিদ (২৩), রাকিব (২২), সবিজ হাওলাদার (২৫), মো. নাইম (২৩), মো. শাহিন (২৪)।
উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































