Apan Desh | আপন দেশ

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৪৩, ২০ জানুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য সুখবর

ছবি : আপন দেশ

বাংলাদেশিদের মধ্যে যারা ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের (বি১/বি২) ভিসার জন্য অনুমোদিত হবেন, তাদের ভিসা বন্ড জমা দিতে হবে। বুধবার (২১ জানুয়ারি) থেকে এ শর্ত প্রযোজ্য হবে। তবে এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ভিসা বন্ড প্রযোজ্য নয়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

এতে বলা হয়, মনে রাখুন! এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ভিসা বন্ড প্রযোজ্য নয়। কেবলমাত্র প্রযোজ্য ক্ষেত্রে ব্যবসা বা পর্যটন (বি১/বি২) ভিসা আবেদনকারীদের বন্ড পরিশোধ করতে হবে।

মার্কিন ভিসা সংক্রান্ত সঠিক ও হালনাগাদ তথ্যের জন্য দূতাবাস তাদের নিজস্ব ওয়েবসাইট ভিজিটের পরামর্শ দিয়েছে।

আরও পড়ুন : তারেক রহমানের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় জানায়, বুধবার থেকে বাংলাদেশের নাগরিকদের মধ্যে যারা ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের (বি১/বি২) ভিসার জন্য অনুমোদিত হবেন, তাদের সর্বোচ্চ ১৫ হাজার আমেরিকান ডলার পর্যন্ত একটি ভিসা বন্ড জমা দিতে হবে।

তবে বুধবারের আগে ইস্যু করা বৈধ বি১/বি২ ভিসাধারীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়