Apan Desh | আপন দেশ

জুলাই শহীদ পরিবার-আহতের চিকিৎসায় আরও ২০০ কোটি টাকা বরাদ্ধ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১১:০১, ১৯ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৩:০৪, ১৯ জানুয়ারি ২০২৬

জুলাই শহীদ পরিবার-আহতের চিকিৎসায় আরও ২০০ কোটি টাকা বরাদ্ধ

ফাইল ছবি

গত বছরের জলাই-আগস্টে সংঘঠিত গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতের চিকিৎসা সহায়তা দিতে আরও ২০০ কোটি টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে সংশোধিত বাজেটে এ বরাদ্ধ শিগগিরই অনুমোদন দেয়া হবে।

এ পর্যন্ত ফাউন্ডেশন মোট ১১৯ কোটি ৯৬ লাখ টাকা তহবিল সংগ্রহ করেছে। যাচাই-বাছাই শেষে এর মধ্যে ১১৫ কোটি ৪৬ লাখ টাকা শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের মধ্যে বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৮২৯টি শহীদ পরিবার পেয়েছে ৪১ কোটি ৪৫ লাখ টাকা এবং ৬ হাজার ৪৭১ জন আহত জুলাই যোদ্ধা পেয়েছেন ৭৪ কোটি ২১ লাখ টাকা। তবে এখনও হাজারো আহত যোদ্ধা সহায়তার বাইরে রয়ে গেছেন।

আরও পড়ুন<<>>আসন্ন নির্বাচন খুবই ক্রিটিক্যাল : অর্থ উপদেষ্টা

বর্তমানে ৮ হাজার ৬৪৮ জন আহত জুলাই যোদ্ধা আর্থিক সহায়তার অপেক্ষায় রয়েছেন। তাদের সহায়তার জন্য প্রয়োজন প্রায় ২৩৭ কোটি ৪ লাখ টাকা।

এ পর্যন্ত প্রায় ৭ হাজার ৮২ জন আহত যোদ্ধা পুনর্বাসনের জন্য আবেদন করেছেন। এর মধ্যে ২৫ শতাংশ প্রশিক্ষণ, ২০ শতাংশ চাকরি এবং ৫৪ শতাংশ স্বনির্ভর কর্মসংস্থানে আগ্রহ প্রকাশ করেছেন। ফাউন্ডেশন ইতোমধ্যে ৭৪ জন আহত যোদ্ধার টেকসই পুনর্বাসন সম্পন্ন করেছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়