Apan Desh | আপন দেশ

আসন্ন নির্বাচন খুবই ক্রিটিক্যাল : অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:২৯, ১৭ জানুয়ারি ২০২৬

আসন্ন নির্বাচন খুবই ক্রিটিক্যাল : অর্থ উপদেষ্টা

ছবি: আপন দেশ

আসন্ন জাতীয় নির্বাচনকে অত্যন্ত ক্রিটিক্যাল বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন। তিনি বলেন, দেশে আগেও নির্বাচন হয়েছে। তবে এ নির্বাচনের স্বচ্ছতা নিয়ে যেমন জনগণের প্রত্যাশা রয়েছে, তেমনি আন্তর্জাতিক মহলও বিষয়টি পর্যবেক্ষণ করছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘ভোটের গাড়ি সুপার ক্যারাভান’-এর মাধ্যমে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে তিনি গণভোটে 'হ্যাঁ' ভোটের পক্ষে সমর্থন চান।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের জনগণ সচেতন এবং দায়িত্বশীল। দেশের স্বার্থে কোন সিদ্ধান্ত নেয়া প্রয়োজন, তা জনগণই নির্ধারণ করবে। যেসব ক্ষেত্রে সংস্কার জরুরি, সেগুলো বাস্তবায়ন করা হবে। দেশের কল্যাণ নিশ্চিত করতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহবার জানান তিনি।

আরও পড়ুন <<>>  অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার ২৮

তিনি আরও বলেন, অতীতে এমন অনেক উদ্যোগ নেয়া হয়েছে, যা শুরু হলেও শেষ করা সম্ভব হয়নি। এসব উদ্যোগ নেয়া হয়েছিল জনগণের মঙ্গলের জন্যই। কিন্তু আগের অভিজ্ঞতায় দেখা গেছে, এক সরকার যে কাজ শুরু করে, পরবর্তী সরকার এসে অনেক সময় তা বাতিল করে দেয়।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে যে সরকারই দায়িত্ব নিক না কেন, তারা যেন চলমান উদ্যোগগুলো এগিয়ে নিয়ে যায়। ড. সালেহউদ্দিন বলেন, বাংলাদেশের সম্ভাবনা অনেক, তবে সঠিক ধারাবাহিকতা থাকলে দেশ আরও এগিয়ে যেতে পারত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ ছাড়া অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, জেলার নয়টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য, শিক্ষকসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়