Apan Desh | আপন দেশ

টসের পর হাত মেলাননি বাংলাদেশ-ভারতের অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৬, ১৭ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৭:০৫, ১৭ জানুয়ারি ২০২৬

টসের পর হাত মেলাননি বাংলাদেশ-ভারতের অধিনায়ক

ছবি : সংগৃহীত

রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব এবার স্পষ্ট হলো ভারত–বাংলাদেশ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়ার পর দুই দেশের রাজনৈতিক সম্পর্ক আরও অবনতি হয়েছে। তাই টস শেষে দুই দলের আধিনায়ক হাত মেলায়নি।

শনিবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর দেড়টায় যুব বিশ্বকাপের ম্যাচ শুরু হয়। ম্যাচ শুরুর আগে টসের পর এ বিতর্কিত ঘটনাটি ঘটে।

নিরাপত্তা শঙ্কায় ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। এমন উত্তপ্ত প্রেক্ষাপটেই বুলাওয়েতে মুখোমুখি হয়েছে দুই দেশের অনূর্ধ্ব-১৯ দল।

বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম প্রস্তুত না থাকায় টস করতে যান সহঅধিনায়ক জাওয়াদ আবরার। ভারতের পক্ষে টস করেন অধিনায়ক আয়ুশ মাত্রে। ম্যাচ রেফারি ডিন কস্কারের নির্দেশে আয়ুশ কয়েন ছোড়েন। আবরার টেল ডাকেন এবং বাংলাদেশ টস জিতে নেয়।

টস শেষ হওয়ার পর আয়ুশ আবরারকে এড়িয়ে সরে যান। দুই ক্রিকেটারের মধ্যে কোনো করমর্দন হয়নি। আবরারও হাত মেলানোর উদ্যোগ নেননি।

আরও পড়ুন <<>> বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ফিফা সভাপতি

এ ঘটনায় অনেকেই ভারত–পাকিস্তান ক্রিকেটের সাম্প্রতিক আচরণের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন। গত এশিয়া কাপে সূর্যকুমার যাদব পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে করমর্দন করেননি। তখন ভারতীয় ক্রিকেটাররা পাক খেলোয়াড়দের এড়িয়ে চলেন। একই চিত্র পরে দেখা গেছে বয়সভিত্তিক ও নারী ক্রিকেটেও। এবার সে আচরণ দেখা গেল ভারত–বাংলাদেশ ম্যাচে।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে পাকিস্তানের বিপক্ষে ক্রিকেটীয় সৌজন্য এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় শিবির। এমনকি এশিয়া কাপ জয়ের পর পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকেও ট্রফি নেননি সূর্যকুমাররা। সে ধারাবাহিকতার ছায়া এবার পড়ল বাংলাদেশ ম্যাচেও।

ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার পর দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক আরও শিথিল হয়। বাংলাদেশ সরকার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয়। এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আলোচনা এখনো চলমান।

আপন দেশ/এসএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়