Apan Desh | আপন দেশ

শরিফুলের ম্যাজিক ফিগার, ৯ রানে ৫ উইকেট

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০২, ১৬ জানুয়ারি ২০২৬

শরিফুলের ম্যাজিক ফিগার, ৯ রানে ৫ উইকেট

ছবি: আপন দেশ

বিপিএলে টানা দুই জয়ে আশা জাগিয়েছিল নোয়াখালী এক্সপ্রেস। রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে ফেরার ইঙ্গিত দিয়েছিল দলটি। কিন্তু টিকে থাকার লড়াইয়ে আবারও হোঁচট খেল নোয়াখালী।

শুক্রবার (১৬ জানুয়ারি) মিরপুরে ব্যাটিং করতে নেমে ভালো শুরু করেছিল দক্ষিণের দলটি। মাত্র ৩.১ ওভারে স্কোর দাঁড়ায় ৩৪। সে সময় সৌম্য সরকার ১৪ রান করে ফিরে যান। এরপরই ছন্দ হারায় নেয়িখালী। একের পর এক উইকেট পড়ে। চাপ সামলাতে পারেননি ব্যাটাররা।

পুরো ইনিংসে মাত্র তিনজন ব্যাটার বিশের ঘর পার করতে পেরেছেন। হাসান ইসাখিল করেন ২৫ রান। জাকের আলী যোগ করেন ২৩। সাব্বির হোসেনের ব্যাট থেকে আসে ২২ রান। বাকিদের ব্যর্থতায় ৯২ রানের মধ্যেই হারায় সব ১০ উইকেট।

নোয়াখালীর ব্যাটিং ধসের মূল নায়ক ছিলেন শরিফুল ইসলাম। পাওয়ার প্লের শেষ ওভারে তিনি থামান হাসান ইসাখিলকে। এরপর ১৬তম ওভারে পরপর দুই বলে ফেরান হাসান মাহমুদ ও মেহেদী হাসান রানাকে। শেষ ওভারে সাব্বির হোসেন ও ইহসানউল্লাহকে আউট করে পূর্ণ করেন নিজের পাঁচ উইকেট।

আরও পড়ুন : নাজমুলকে খুঁজে পাচ্ছে না বিসিবি

শরিফুলের বোলিং ফিগার ছিল অসাধারণ। ৩.৫ ওভারে মাত্র ৯ রান দিয়ে নেন ৫ উইকেট। ইনিংসের সাত বল আগেই ১২৬ রানে অলআউট হয়ে যায় নোয়াখালী এক্সপ্রেস। চলতি বিপিএলে এটি দ্বিতীয় সেরা বোলিং ফিগার।

এর আগে একই দলের বিপক্ষে সিলেটে নাসুম আহমেদ ৪ ওভারে ৭ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন। চলতি আসরে প্রথম পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব ছিল রংপুর রাইডার্সের ফাহিম আশরাফের। তিনি চট্টগ্রামের বিপক্ষে ৩.৫ ওভারে ১৭ রান খরচ করেছিলেন।
 

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়