Apan Desh | আপন দেশ

সিসিইউতে ভর্তি মাহমুদুর রহমান মান্না

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৪৪, ১৭ জানুয়ারি ২০২৬

সিসিইউতে ভর্তি মাহমুদুর রহমান মান্না

ফাইল ছবি

রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন নাগরিক ঐক্যের সভাপতি ও বগুড়া-২ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী মাহমুদুর রহমান।

শনিবার (১৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার।

তিনি জানান, মাহমুদুর রহমান মান্নার ক্রিয়েটিনিন ২.৪। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ রেখেছেন। তবে তিনি হার্ট অ্যাটাক করেননি।

ইতোমধ্যে বেশ কয়েকটি টেস্ট করা হয়েছে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

এর আগে শুক্রবার (১৬ জানুয়ারি) রাত সোয়া ১১টায় বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন মান্না। তারও আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

তখন তার দলের পক্ষ থেকে জানানো হয়েছিল ২০১৫ সালে গ্রেফতারের পর কারাগারে থাকা অবস্থায়ও হার্ট অ্যাটাক করেন তিনি। তখন তাকে হাসপাতালে পাঠানো হলে তার হার্টে একাধিক ব্লক ধরা পড়ে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়