ছবি: আপন দেশ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ অডিটরিয়ামে অনুষ্ঠিত শুনানি শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এ আসনে ১০ দলীয় নির্বাচনী জোটের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপির আলোচিত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। নির্বাচন কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে।
আরও পড়ুন <<>> নতুন প্রজন্মকে গড়ে তুলতে সঠিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ: ইশরাক
ইসি সূত্রে জানা গেছে, কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জরুল আহসান মুন্সী এবং এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ—উভয়ের মনোনয়ন বৈধতা নিয়ে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি আপিল করেছিল। শনিবার সে আপিলের ওপর শুনানি শেষে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত দেয়।
শুনানি শেষে নির্বাচন কমিশন মঞ্জরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিলের আদেশ দেয়। একই সঙ্গে হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বহাল রাখার ঘোষণা দিয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































